দেখুন ছবিতে: বন্যায় বিধ্বস্ত পটনার রাস্তায় দেখা মিলল 'জলপরী'র
Sep 29, 2019, 19:17 PM IST
1/7
নিজস্ব প্রতিবেদন: পটনা যখন জলমগ্ন, ঠিক সেই সময় ছবি তুলতে ব্যস্ত এক তরুণী। আর সেই ছবি ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
2/7
লাগাতার বৃষ্টির জেরে বিহারের একাধিক জেলা বন্যা পরিস্থিতি। ১৫টি জেলা জারি করা হয়েছে সতর্কতা। আর রাজধানী পটনা বিগত রেকর্ডও ভেঙে দিয়েছে। পটনার কয়েকটি এলাকা তো চলে গিয়েছে জলের তলায়।
photos
TRENDING NOW
3/7
জলমগ্ন পটনাতেই ফটোশ্যুট করলেন অদিতি সিং। আর সেই ছবি ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
4/7
অদিতি সিং পটনার ফ্যাশন ডিজাইন কলেজের ছাত্রী। ফটোশ্যুটেই দেখা যাচ্ছে, হাই হিল ও আধুনিক পোশাকে জলমগ্ন পটনায় ফটোশ্যুট করেছেন অদিতি। রেড গাউন পরিহিত অদিতিকে লাগছে বেশ। প্রশংসা করেছেন অনেকে। মডেলিংয়ে নিজের কেরিয়ার তৈরি করতে চান অদিতি।
5/7
তরুণীর ফটোশ্যুটের তারিফ করেছেন অনেকেই। তবে সমালোচনাও হয়েছে যথেষ্ট। সমালোচকরা বলছেন, রোম যখন জ্বলছিল, তখন বাঁশি বাজাচ্ছিলেন সম্রাট নিরো। খানিকটা তেমনই মানুষ বন্যার জেরে দিশেহারা, তখন ছবি তুলতে ব্যস্ত এক তরুণী।
6/7
গুণমুগ্ধরা বলছেন, অদিতির উদ্যোগের ফলেই তো বিহারের বন্যা পরিস্থিতি সকলে দেখতে পাচ্ছেন। আর জীবন যন্ত্রণার মাঝে ছবি তুলতে কী সমস্যা?
7/7
১৯৭৫ সালে পটনায় এমন অবস্থা হয়েছিল। গত ২৪ ঘণ্টায় বিহারে বৃষ্টি হয়েছে ৫২ মিলিমিটার। ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটনায়।