Physical Intimacy During Periods: 'মনে সংশয় আছে, দু'নয়নে ভয় আছে'! জয় করে তবু ভয় কেন তোর যায় না? হায়! ভীরু 'সেক্স', হায় রে...
Having Sex During Your Period: ঋতুচক্র চলাকালীন যৌনতার প্রবল ইচ্ছে জাগে মেয়েদের। কিন্তু অনেকেই মনে করেন, এই সময় সেক্স করা বিপজ্জনক। শুধু মনেই করেন না, তাঁরা তা থেকে বিরতও থাকেন। বিশেষ করা তাঁরা, যাঁরা ইতিমধ্যেই মা হয়ে গিয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঋতুচক্র চলাকালীন যৌনতার প্রবল ইচ্ছে জাগে মেয়েদের। কিন্তু অনেকেই মনে করেন, এই সময় সেক্স করা বিপজ্জনক। শুধু মনে করেন না, তাঁরা তা থেকে বিরতই থাকেন। বিশেষ করা তাঁরা, যাঁরা ইতিমধ্যেই মা হয়ে গিয়েছেন। তাঁরা মনে করেন, যদি পিরিয়ডের সময়ে সেক্স করতে গিয়ে ফের কনসিভ করে ফেলেন। এটা অবশ্যই বোকা-বোকা ভাবনা। কেননা, অবাঞ্ছিত প্রেগন্যান্সি আটকানোর বহু পদ্ধতি বিজ্ঞান আমাদের হাতে তুলে দিয়েছে। আর ক্ষতি? না, পিরিয়ড চলাকালীন যৌনতায় শারীরিক কোনও ক্ষতিই হয় না!
1/6
আরও সুখানুভূতি
2/6
আনন্দ-মিলন
photos
TRENDING NOW
3/6
ঋতু-ব্যথা
4/6
নিরাপদে
5/6
বাধাহীন
6/6
অবাঞ্ছিত বিপদ এড়িয়ে
ফের ওই পুরনো কথাটায় ফিরে আসা যাক। অনেকেই মনে করেন, পিরিয়ডের সময় সেক্স করলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। এই ধারণা কিন্তু ভুল। পিরিয়ডের সময়ে সেক্স করলে প্রেগন্যান্সির সম্ভাবনা বরং অনেকটাই কমে। কীভাবে? আসলে ঋতুকালে ডিম্বাণু বেরিয়ে যায়। এ সময়ে তাই সামান্য হলেও অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা কম থাকে। তাছাড়া, কন্ডোম আছে কী করতে? পিরিয়ডকালে কন্ডোম ছাড়া সেক্স করবেন না। এতে সংক্রমণ তো এড়ানো যায়ই। পাশাপাশি, অনেক অবাঞ্ছিত বিপদই এড়ানো যায়।
photos