Home Image: 
বাজারে এবার প্লাস্টিকের দুধ!
Domain: 
Bengali
Section: 
Home Title: 

বাজারে এবার প্লাস্টিকের দুধ!

English Title: 
Plastic milk panic in Kaliaganj
Slide Photos: 
Plastic Milk6

পুরসভার তরফে বাজারে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

Plastic Milk7

দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছেন কার্তিকচন্দ্র পাল।

Plastic Milk5

খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানায়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, দুধে রাসায়নিক মেশানো হয়েছিল। সেকারণেই এমন ঘটনা ঘটে।

Plastic Milk2

খবর পেয়ে আসে কালিয়াগঞ্জ পৌরসভার পুরপ্রধান কার্তিকচন্দ্র পাল। 'প্লাস্টিকের দুধ' দেখে অবাক হয়ে যান তিনিও।

Plastic Milk1

এই ঘটনায় চাঞ্চল্য দেখা যায় এলাকায়। কালিয়াগঞ্জের সীতামোড় বাজার থেকে দুধ কিনেছিলেন টুবাই সিংহ।

Plastic Milk3

কিন্তু দুধ কেটে ছানা হয়নি। ছানার বদলে 'প্লাস্টিকের মত' হয়ে যায় দুধ।

Plastic Milk2

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শান্তি কলোনির বাসিন্দা টুবাই সিংহ বাজার থেকে দুধ কিনে এনে জ্বাল দেওয়ার সময় দেখেন দুধটা কেটে গিয়েছে।

Plastic Milk9

প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের চালের পর এবার প্লাস্টিকের দুধ!