পুলওয়ামা: সুর নরম করেই পাঠানের ছেলেকে চ্যালেঞ্জ মোদীর

Feb 23, 2019, 23:55 PM IST
1/5

পুলওয়ামা হামলার পর গর্জে উঠেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু সময় গড়িয়ে যেতেই খানিকটা সুর নরম করছেন মোদী। শনিবার নরমভাবেই পাকিস্তানকে বার্তা দিলেন মোদী।   

2/5

পুরনো কথা স্মরণ করলেন মোদী। ইমরানের শপথগ্রহণের দিন শুভেচ্ছা জানানোর কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''ওনাকে ক্রিকেটার হিসেবে চিনতাম। বলেছিলাম, ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক লড়াই হয়েছে। পাকিস্তান কিছুই পায় নি, সবকটা আসনই আমরা জিতেছিলাম। ওনাকে বলেছিলাম, লড়াই হোক নিরক্ষরতা ও দারিদ্রের বিরুদ্ধে''।

3/5

প্রধানমন্ত্রী আরও বলেন,''উনি আমায় সেদিন বলেছিলাম, আমি পাঠানের ছেলে। সত্যি কথা বলি। সঠিক কাজ করি''।

4/5

এরপরই নরেন্দ্র মোদী চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আজ ওনাকে প্রমাণ করতে হবে উনি সত্যিই পাঠানের ছেলে। ওনার কথার দাম রয়েছে। আমি দেখতে চাই, উনি কথার দাম রাখেন কিনা।    

5/5

পুলওয়ামা হামলার পর মোদী বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে আর কোনও আলোচনা নয়। এবার সেনাবাহিনীই ঠিক করবে কবে প্রত্যাঘাত করা হবে। রাজনৈতিক মহলের মতে, পুলওয়ামা হামলার পর গরম গরমে অনেক কথা বলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু আন্তর্জাতিকস্তরে পাকিস্তানকে কোণঠাসা করতে গেলে শান্ত থেকেই করতে হবে, সেটা বুঝেছেন মোদী।