PM Modi: পশ্চিম এশিয়ায় সর্ববৃহৎ! আবু ধাবিতে হিন্দু মন্দির উদ্বোধনে মোদী...
Feb 19, 2024, 16:54 PM IST
1/7
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: অযোধ্য়ায় 'রামলালা বিরাজমান'। মুসলিম প্রধান সংযুক্ত আরব আমিরশাহিতে এবার হিন্দু মন্দির উদ্বোধন করলেন মোদী। সঙ্গে ছিলেন অভিনেতা অক্ষয় কুমার, বিবেক ওবেরয় এবং গায়ক শঙ্কর মহাদেবন।
2/7
তখন প্রথমবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরশাহি সফরে মোদী। এরপরই আবু ধাবিতে হিন্দু মন্দির তৈরি করা নিয়ে আলোচনা শুরু হয়।
photos
TRENDING NOW
3/7
শেখ জায়েদ হাইওয়ের পাশে আবু মুরেইখায় মন্দির তৈরির জন্য ২০ হাজার বর্গ মিটার জমি দেওয়ার কথা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরশাহি সরকার।
4/7
আর দেরি করেনি। আবু ধাবিতে মন্দির তৈরির কাজ শুরু করে দেয় বোচাসনবাসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা(বিএপিএস)।
5/7
মন্দির তৈরির কাজ শেষ করতে প্রায় ৯ বছর।
6/7
গত বছরের ডিসেম্বরের দিল্লিতে আসেন বিএপিএস দুই প্রতিনিধি। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মোদীকে মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ করেন তাঁরা।
7/7
২ দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছেন তিনি। সফরের দ্বিতীয় দিনেই আবু ধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন তিনি।