প্রধানমন্ত্রীর ভাষণে করা হতে পারে গুরুত্বপূর্ণ এইসব ঘোষণা? দেখে নিন এক নজরে
May 12, 2020, 19:18 PM IST
1/6
1
গতকাল দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর আজ রাত আটটায় জনগনের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই তিনি লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের মতামত নিয়েছিলেন। পাশাপাশি দেশের অর্থনীতি কীভাবে ফের চালু করা যায় তা নিয়েও মুখ্যমন্ত্রীদের কথা শোনেন।
2/6
2
আজ কী ঘোষণা করতে পারেন মোদী! এনিয়ে জল্পনার অন্ত নেই। তিনি যতবারই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ততবারই বড় কোনও ঘোষণা করেছেন। তবে রাজনৈতিক মহলের ধারণা তিনি এইসব বিষয়ে কিছু বলতে পারেন।
photos
TRENDING NOW
3/6
3
করোনার বিরুদ্ধে লড়াইয়ের দেশের মানুষের সহযোগিতার জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ দিতে পারেন। এই সংকট থেকে উদ্ধারের জন্য নতুন কোনও পরিকল্পানার কথা ঘোষণা করতে পারেন।
4/6
4
লকডাউন বাড়িয়ে জনজীবন আংশিক সচল রাখার কথা বলতে পারেন।
5/6
5
বড় কোনও রিলিফ প্যাকেজের কথা ঘোষণা করতে পারেন।
6/6
6
চাষীদের ঋণে সুদ মকুবের কথা ঘোষণা করতে পারেন। ট্যাক্স মকুবের কথা বলতে পারেন। বিমান পরিষেষা চালুর কথা ঘোষণা করতে পারেন।