ফ্লাইওভারে আটকে Narendra Modi, নিরাপত্তায় ত্রুটির অভিযোগ
প্রধানমন্ত্রী ভাটিন্ডা থেকে হোসেনিওয়ালায় জাতীয় শহীদ স্মৃতিসৌধে যাচ্ছিলেন
নিজস্ব প্রতিবেদন: বুধবার পঞ্জাবের ভাটিন্ডা থেকে সড়কপথে হোসেনিওয়ালায় যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময়ে প্রায় ২০ মিনিটের জন্য একটি ফ্লাইওভারে আটকে থাকে তাঁর গাড়ি। ঘটনার পরে তাঁর কনভয় ভাটিন্ডা বিমানবন্দরে ফিরে যায়। প্রথমে হেলিকপ্টারে তাঁর যাওয়ার কথা থাকলেও বৃষ্টি এবং দৃশ্যমানতার অভাবের কারণে সড়ক পথে যাওয়ার ব্যাবস্থা করা হয়।
1/5
দায়ি পঞ্জাব সরকার?
2/5
কোথায় জাচ্ছিলেন প্রধানমন্ত্রী?
photos
TRENDING NOW
3/5
কী বললেন নাড্ডা
বিজেপি প্রধান জেপি নাড্ডা বলেছেন, "এটা দুঃখজনক যে প্রধানমন্ত্রীর সফর ব্যাহত হয়েছে যেখানে পঞ্জাবের জন্য হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চালু করার কথা ছিল... রাজ্য পুলিশকে মানুষকে সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়... মুখ্যমন্ত্রী চাননি বিষয়টির সমাধান করার জন্য ফোনে কথা বলতে অস্বীকার করেন।"
4/5
কী বলল পঞ্জাব সরকার?
5/5
কেন গেলেন সড়ক পথে?
photos