Post Office Alert: ডাকঘরে সঞ্চয়? পয়লা অক্টোবর থেকে গুনতে হবে বাড়তি টাকা, জানুন কেন
বিজ্ঞপ্তি জারি ভারতীয় ডাক বিভাগের
গ্রাহকদের প্রতি মাসে এটিএম চার্জ (ATM Charge) বাবদ গুনতে হবে মোটা টাকা। শুধু আর্থিক লেনদেনের (Financial Transactions) ক্ষেত্রেই নয়, নন-ফিনান্সিয়াল লেনদেনের জন্যও দিতে হবে টাকা। পোস্ট অফিসের (Post Office) জারি করা বিজ্ঞপ্তি অনুসারে পয়লা অক্টোবর (1st october) থেকেই জারি হবে নয়া নিয়ম।
1/6
বদলাচ্ছে ATM এর নিয়ম
নিজস্ব প্রতিবেদন: এবার থেকে ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট (Post Office Savings Account) গ্রাহকদের প্রতি মাসে এটিএম চার্জ (ATM Charge) বাবদ গুনতে হবে মোটা টাকা। শুধু আর্থিক লেনদেনের (Financial Transactions) ক্ষেত্রেই নয়, নন-ফিনান্সিয়াল লেনদেনের জন্যও দিতে হবে টাকা। পোস্ট অফিসের (Post Office) জারি করা বিজ্ঞপ্তি অনুসারে পয়লা অক্টোবর (1st october) থেকেই জারি হবে নয়া নিয়ম। কত টাকা বাড়তি গুনতে হবে? জানুন বিশদে।
2/6
পয়লা অক্টোবর থেকেই কার্যকর
photos
TRENDING NOW
3/6
কতদিন থাকবে নিয়ম?
4/6
ATM হারালেও জরিমানা
5/6
ন্যুনতম ব্য়ালেন্স রয়েছে তো?
6/6
অন্য এটিএমে টাকা তোলা যাবে?
ভারতীয় ডাকঘরের নিজস্ব এটিএমে নন-ফিনান্সিয়াল লেনদেনের জন্য পাঁচবার লেনদেনের পর প্রতি লেনদেনে জিএসটি সহ পাঁচ টাকা করে দিতে হবে গ্রাহকদের। অন্যান্য ব্যাঙ্কের এটিএমে ন্যুনতম তিনটি লেনদেন করতে পারবেন গ্রাহকরা। তারপর প্রতি লেনদেন বাবদ জিএসটিসহ ৮ টাকা দিতে হবে। ডেবিট কার্ড গ্রাহকদের টাকা তোলার জন্য লেনদেনের এক শতাংশ কেটে নেওয়া হবে।
photos