Bread Price Hike: ডিম দামি, পাউরুটি আরও দামি! কলকাতায় একধাক্কায় দাম বাড়ছে ৪ টাকা?

Bread Price: একধাক্কায় পাউরুটির দাম ৪ টাকা বাড়তে চলেছে, এই খবর ছড়িয়ে পড়তে শোরগোল পড়ে যায়। তবে ইতোমধ্যেই জানা গিয়েছে, কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি দাম বৃদ্ধির ব্যাপারে। শনিবার দুপুরে আবার বৈঠক। 

Nov 12, 2024, 21:32 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রেকফাস্টে বেশিরভাগ বাড়িতেই পাউরুটি খাওয়ার চল আছে। এবার সেই খাবারেও ধাক্কা।  

2/6

বাড়তে চলেছে পাউরুটির দাম। জানা গিয়েছে, একধাক্কায় ৪ টাকা বেড়ে যাবে দাম। সব ধরণের পাউরুটির দামই বাড়ছে।

3/6

কলকাতায় একদিনে ২.৩ লাখ পাউরুটি সরবরাহ করা হয়। জানা গিয়েছে, মেট্রো গোল্ড ও মডার্ন সংস্থা তাদের পাউরুটির দাম বাড়াচ্ছে। স্লাইসড ও স্যান্ডুইচ পাউরুটির দাম বাড়াতে চলেছে তারা।   

4/6

বর্তমানে ৪০০ গ্রাম পাউরুটি পাওয়া যায় ৩২ টাকায়। যা বেড়ে হবে ৩৬ টাকা। আগে এই ৪০০ গ্রাম অর্থাৎ প্রায় ১ পাউন্ড পাউরুটি পাওয়া যেত ২৮ টাকায়। পরে বেড়ে সেটা ৩২ টাকা হয়। নতুন দাম কার্যকর হলে দাম হবে ৩৬ টাকা। 

5/6

সূত্রের খবর, ১৫ নভেম্বর এই দাম কার্যকরী হবে। দাম বাড়ানো নিয়ে সংস্থার দাবি, পাউরুটি তৈরি করতে লাগে চিনি ও ময়দা। এই দুই জিনিসের দাম বাড়ার ফলে পাউরুটির দামও বাড়ানো হচ্ছে। 

6/6

এনিয়ে পাউরুটি প্রস্তুতকারক সংস্থা মডার্নের দাবি, 'অন্যান্য পাউরুটিক দাম ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। মাল্টি গ্রেইন, হোল হুইট এবং ৪৫০ গ্রাম পাউরুটির দাম ৫ টাকা করে বেড়েছে। সোমবার থেকে মাল্টিগ্রেন বিক্রি হবে ৪৫ টাকায়। হোল হুইট ৫০-এ।'