Prosenjit Chatterjee: পর্দায় ফের 'কাকাবাবু' প্রসেনজিত্‍, ক্রাচ হাতে পাশে নেই সৃজিত!

Prosenjit Chatterjee as Kakababu: তিন বছর পর বড়পর্দায় ফিরছেন কাকাবাবু। সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট কাকাবাবু সিরিজের এটি হতে চলেছে চতুর্থ ছবি। কাকাবাবু, সন্তু এক থাকলেও বদলে গিয়েছেন পরিচালক। এবার আর কাকাবাবুর পাশে নেই সৃজিত। এই ছবি পরিচালনার দায়িত্বে...

Feb 21, 2025, 16:19 PM IST
1/10

ফের বড়পর্দায় কাকাবাবু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়পর্দায় ফিরছেন কাকাবাবু। শুক্রবার সুসংবাদ দিলেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। 

2/10

ফের বড়পর্দায় কাকাবাবু

এবার ‘বিজয়নগরের হিরে’ অবলম্বনে তৈরি হবে ছবি। সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট কাকাবাবু সিরিজের এটি হতে চলেছে চতুর্থ ছবি। 

3/10

ফের বড়পর্দায় কাকাবাবু

মিশর রহস্য, ইয়েতি অভিযান, কাকাবাবুর প্রত্যাবর্তন- এই সিরিজের প্রথম তিন ছবিই ছিল বক্স অফিস সফল। 

4/10

ফের বড়পর্দায় কাকাবাবু

এই সিরিজের চতুর্থ ছবির প্রযোজনার দায়িত্ব এবার প্রসেনজিতের প্রযোজনা সংস্থা এন আইডিয়াজ ও এসভিএফের কাঁধে। 

5/10

ফের বড়পর্দায় কাকাবাবু

মহরতে হাজির ছিল ছবির গোটা টিম। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের পাশাপাশি দেখা গেল আরিয়ান, সত্যম, আয়ুশ সহ আরও অনেককেই। 

6/10

ফের বড়পর্দায় কাকাবাবু

কাকাবাবু মানেই অ্যাডভেঞ্চার। আর প্রতিবারই কাকাবাবুকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। 

7/10

ফের বড়পর্দায় কাকাবাবু

'বিজয়গরের হিরে' উপন্যাসে কিন্তু কাকাবাবু একা নন, এবার তাঁর সঙ্গেই থাকছে সন্তু, জোজো, রিঙ্কু ও রঞ্জন। 

8/10

ফের বড়পর্দায় কাকাবাবু

হাম্পিতে গিয়ে বিপদে পড়বেন কাকাবাবু। সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবে গোটা টিম। তা নিয়েই গল্প। 

9/10

ফের বড়পর্দায় কাকাবাবু

অনেকদিনই কাকাবাবুকে বড়পর্দায় মিস করছিলেন দর্শকরা। এবার সেই অপেক্ষার অবসান। 

10/10

ফের বড়পর্দায় কাকাবাবু

তবে এবার আর পরিচালকের আসনে সৃজিত নন। পরিচালনায় থাকছেন চন্দ্রাশিস রায়।