Rachna Banerjee in Maha Kumbh 2025: মহাকুম্ভে রচনার শাহিস্নান-পিতৃতর্পণ, যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ!

Rachana Banerjee: মহাকুম্ভে মহাস্নানে যোগ দিতে সারা দেশ তথা সারা পৃথিবী থেকে প্রয়াগরাজে ছুটে আসছেন ভক্তরা।  এবার গেরুয়া পোশাকে মহাকুম্ভে হাজির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। শাহি স্নান সেরে পিতৃতর্পণও করেন অভিনেত্রী। 

Feb 04, 2025, 22:00 PM IST
1/7

মহাকুম্ভে রচনা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকুম্ভে যোগ দিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 

2/7

মহাকুম্ভে রচনা...

২ ফেব্রুয়ারি ছিল কুম্ভের বিশেষ পুণ্যতিথির শাহি স্নান। সেদিনই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান সারেন রচনা। 

3/7

মহাকুম্ভে রচনা...

অভিনেত্রীর পরনে ছিল গেরুয়া পোশাক। শুধু স্নানই নয়, মহাকুম্ভে পিতৃতর্পণও করেন তিনি। সেই সময় আবেগঘন হয়ে পড়েন অভিনেত্রী। 

4/7

মহাকুম্ভে রচনা...

সম্প্রতি দিল্লিতে অধিবেশন চলছে, তারই মাঝে প্রয়াগরাজে ঘুরে আসেন সাংসদ। 

5/7

মহাকুম্ভে রচনা...

সুন্দর ব্যবস্থাপনার জন্য উত্তর প্রদেশ সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। 

6/7

মহাকুম্ভে রচনা...

'দুর্ঘটনা তো দুর্ঘটনাই। সেটা ঘটেছে। একটা দুর্ঘটনা ঘটার পর উত্তরপ্রদেশ সরকার কিন্তু আরও বেশি তৎপর ও সর্তক হয়ে গিয়েছে।', দাবি রচনার। 

7/7

মহাকুম্ভে রচনা...

কিছুদিন আগেই বাবা রামদেবের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভের অভিজ্ঞতাকে চিরস্মরণীয় আখ্য়া দেন অভিনেত্রী-সাংসদ।