Rajasthan Groom returned Dowry: 'আমি দুঃখিত', বিয়ের ৫ লাখ 'পণ' ফিরিয়ে 'শিক্ষিত' পাত্র বললেন...

Rajasthan Groom returned Dowry:  শিক্ষিত মানুষরা যদি বিয়ের নামে এভাবে পণপ্রথাকে সমর্থন করে টাকা নেয়, তাহলে তো....

Feb 18, 2025, 16:49 PM IST
1/6

পণের টাকা ফেরালেন পাত্র...

Rajasthan Groom returned Dowry

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাল কাপড় দিয়ে ঢাকা থালায় থরে থরে সাজানো নগদ ৫ লাখ ৫১ হাজার। মেয়ের বিয়ের পণ! যদিও পাত্র সেই পণ গ্রহণ করলেন না। ফিরিয়ে দিলেন।   

2/6

পণের টাকা ফেরালেন পাত্র...

Rajasthan Groom returned Dowry

ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সলমীরে। তাঁর কথায়, আমি নিজেকে শিক্ষিত ভাবি। আর শিক্ষিত মানুষরা যদি বিয়ের নামে এভাবে টাকার লেনদেন করে, পণপ্রথাকে সমর্থন করে টাকা নেয়, তাহলে তাতে সমাজের আরও অধঃপতন হবে।   

3/6

পণের টাকা ফেরালেন পাত্র...

Rajasthan Groom returned Dowry

খুব স্বাভাবিকভাবেই রাজস্থানের এই ঘটনা সবার সাধুবাদ কুড়িয়েছে। পরমবীর রাঠোর নামে ৩০ বছরের ওই পাত্র বিয়ের পরই ওই টাকা পাত্রী নিকিতা ভাটির পরিবারের হাতে তুলে দেয়। নিকিতা স্নাতকোত্তরের ছাত্রী।  

4/6

পণের টাকা ফেরালেন পাত্র...

Rajasthan Groom returned Dowry

১৪ ফেব্রুয়ারির রাজস্থানের জয়সলমীরের ছোট্ট গ্রাম কারালিয়াতে বসেছিল বিয়ের আসর। ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসে বর। তাঁকে মালা পরিয়ে বরণ করে পাত্রীর পরিবার।   

5/6

পণের টাকা ফেরালেন পাত্র...

Rajasthan Groom returned Dowry

তারপরই শুরু হয় 'তিলক' অনুষ্ঠান। তখনই শ্বশুরবাড়ির তরফে জামাইকে অনেক উপহার দেওয়া হয়। সেই উপহারের সঙ্গেই হাতে তুলে দেওয়া হয় নগদ ৫ লাখের থালা। আচার-অনুষ্ঠান মেটার পর বাবার সঙ্গে কথা বলে যে টাকার থালা ফিরিয়ে দেন পরমবীর।   

6/6

পণের টাকা ফেরালেন পাত্র...

Rajasthan Groom returned Dowry

পাত্র পরমবীরের কথায়, তাঁরা যখন আমায় টাকা দিল, তখন আমার এটা দেখে খুব খারাপ লাগল যে, আমাদের সমাজে এখনও পণপ্রথার মতো রীতির চল রয়েছে। কিন্তু আচার-অনুষ্ঠানের মাঝে তখন-তখনই আমি তা প্রত্যাখান করতে পারিনি। পরে আমি আমার পরিবারের সঙ্গে কথা বলে ওই টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। কারণ, আমারও তো একটা বোন আছে।