1/11
রথে ইসকন, মাহেশে সাজসাজ রব
2/11
জগন্নাথ যাবেন মাসির বাড়ি
photos
TRENDING NOW
3/11
জগন্নাথের রথ 'নান্দিঘোষ'
4/11
নব কলেবর রূপ দর্শনে প্রায় ১৫০ দেশ থেকে ভক্তরা এসেছেন
5/11
সকালে প্রভুকে দেওয়া হয়েছে 1008 রকমের ভোগ
6/11
পুরীর পর সবচেয়ে প্রাচীন শ্রীরামপুরের মাহেশের রথ
পুরীর পর সবচেয়ে প্রাচীন শ্রীরামপুরের মাহেশে ৬২৬ বছরের রথযাত্রা (Rath Yatra)। মাহেশের জগন্নাথের অন্য নাম 'নব নীলাচল'। সকাল থেকেই মাহেশের মন্দিরে ভক্তদের ভিড়। সকালেই গর্ভগৃহ থেকে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে মন্দির প্রাঙ্গণের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখানেই পুজো করা হয়। পুজো দেওয়ার জন্য ভক্তদের দীর্ঘ লাইন পড়ে।
7/11
১৩৭ বছর আগে তৈরি লোহার রথ
8/11
দু'দিন ধরে চলে নবযৌবন উৎসব
রথযাত্রার (Rath Yatra) আগের দু'দিন ধরে চলে 'নবযৌবন উৎসব'। প্রথা অনুযায়ী, স্নান যাত্রার পর মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে। ওই সময় জগন্নাথ দেবের জ্বর আসে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর সারলে নবযৌবন হয়। প্রভুকে রাজবেশে সাজানো হয়, পরানো হয় রুপোর হাত। রথের দিন ভোরবেলা ভোগ গ্রহনের পর ভক্তদের সামনে আসেন জগন্নাথ মহাপ্রভু। সারাদিন ধরে চলে পুজো।
9/11
'তোপধ্বনী' দিয়ে শুরু হয় রথযাত্রা
10/11
২৫ টনের লোহার রথ গড়াবে রাজপথে
11/11
সজাগ প্রশাসন
photos