লেনিনের মূর্তিতে লেপা লাল রং! অভিযোগের আঙুল বিজেপির দিকে

Jun 26, 2019, 10:07 AM IST
1/4

নিজস্ব প্রতিবেদন : লেনিনের মূর্তিতে লাল রং লেপে দিল দুষ্কৃতীরা৷ পাশাপাশি, মূর্তি ভাঙারও চেষ্টা করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়া শহরের লেনিন সরণি মোড় এলাকায়।  

2/4

আজ সকালে ঘটনাটি প্রথম চোখে পড়ে পথচলতি মানুষের। কাটোয়ার সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, এলাকাকে অশান্ত করার জন্যই এই ঘৃণ্য কাজটি করেছে বামবিরোধী শক্তি।

3/4

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন প্রাক্তন বিধায়ক অঞ্জন চট্টোপাধ্যায়। অন্যদিকে কাটোয়া পুরসভার তৃণমূল সদস্য সঞ্জীব মুখোপাধ্যায় এই ঘটনায় নাম না করে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

4/4

কাটোয়া শহরের লেনিন সরণি মোড়ে ১৯৮২ মূর্তিটি প্রতিষ্ঠা করেন কাটোয়া পুরসভা। ২০১৯-এর শুরুতে মূর্তিটিকে সংস্কার করে পুরসভা।