সলমনের 'বজরঙ্গী ভাইজান'-এর ছোট্ট মুন্নিকে মনে আছে? দেখুন কেমন দেখতে হয়েছে তাকে

Nov 17, 2020, 12:15 PM IST
1/5

২০১৫ সালে মুক্তি পায় বজরঙ্গী ভাইজান। সলমন খান, করিনা কাপুরের ওই সিনেমায় দেখা যায় ছোট্ট মুন্নিকে। সিনেমা মুক্তি পাওয়ার পর মুন্নির গলায় কোনও কথা শোনা না গেলেও, তার ছোট্ট মুখ, চোখ যেন মন কেড়ে নেয় গোটা দেশের মানুষের। তাই তো বজরঙ্গী ভাইজানে সলমনের অভিনয়ের পাশাপাশি মানুষ মুন্নিকেও সমানভাবে মনে করতে শুরু করে ওই সিনেমায় অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিসেবে 

2/5

২০১৫ সালে বজরঙ্গী ভাইজান মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে ৫ বছর। এই সময়ের মধ্যে বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে পর্দার মুন্নি ওরফে হর্ষালী মালহোত্রা 

3/5

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বর্তমানে একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেছে হর্ষালী। যেখানে তাকে দেখে অনেকেরই আবার ছোট্ট মুন্নির কথা মনে পড়তে শুরু করেছে 

4/5

বজরঙ্গী ভাইজান মুক্তি পাওয়ার পর ফিল্মফেয়ারে সেরা শিশু শিল্পীর পুরস্কার পায় হর্ষালী। সিনেমা মুক্তির পর ওই সালেই সেরার পুরস্কার নিজের ঝুলিতে ভরে নেয় ছোট্ট মুন্নি 

5/5

বজরঙ্গী ভাইজানের পাশাপাশি কুুবুল হ্যায়, লউট আও তৃষা-র মতো বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা যায় হর্ষালীকে। এসবের পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে