Home Image: 
সুশান্তের সঙ্গে প্রেমের কথা অস্বীকার করলেন রিয়া
Domain: 
Bengali
Home Title: 

সুশান্তের সঙ্গে প্রেমের কথা অস্বীকার করলেন রিয়া

English Title: 
Rhea Chakraborty: Neither Sushant nor I’ve admitted being in a relationship, so it is not true!
Slide Photos: 

তবে সুশান্তের সঙ্গে সম্পর্কের কথা রিয়া অস্বীকার করার পর, অনেকের প্রশ্ন, তবে কি অঙ্কিতা, কৃতির পর রিয়ার সঙ্গেও সম্পর্ক ভাঙানের পথে সুশান্তের?

এর আগে কখনও লাদাক, কখনও আবার প্যারিসে রিয়ার সঙ্গে সুশান্ত বেড়াতেও গিয়েছিলেন বলে শোনা যায়।

এদিকে রিয়ার সঙ্গে সুশান্তের প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। এমনকি রিয়াকে সুশান্ত বিয়ের প্রস্তাব দিয়েছেন বলেও গুঞ্জন শোনা গিয়েছিল।

E Times-কে রিয়া আরও জানিয়েছেন ''আমি আমার সব বন্ধুদেরই ভালোবাসি। আর আমার বন্ধুদের সঙ্গে প্রকাশ্যেই ঘোরাফেরা করেছি। আর সুশান্ত খুব ভালো মানুষ। তবে আমি আদৌ জানি না ও আমার সম্পর্কে কী ভাবে।''

E Times-কে রিয়া জানিয়েছেন, ''সুশান্ত আর আমি খুব ভালো বন্ধু। গত ৮ বছর ধরে ওকে আমি চিনি। যশরাজ ফিল্মসে আমরা একসঙ্গে ছিলাম। দীর্ঘদিন ধরে একই ব্যক্তি আমাদের দুজনের একই ম্যানেজার ছিলেন। আমাদের বন্ধুত্বটা তাই অনেকদিনের।''

E Times-কে দেওয়া সাক্ষাৎকারে রিয়া জানিয়েছেন, '' সুশান্ত কিংবা আমি কেউই কোনদিন সম্পর্কে রয়েছি বলে জানায়নি। তাই এটা এক্কেবারেই সত্যি নয় ''

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন রিয়া।

অঙ্কিতা লোখান্ডে, কৃতি শ্যানন-এর সঙ্গে সম্পর্ক ভাঙার পর বর্তমানে অভিনেতা সুশান্ত সিং রাজপুত নাকি বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে জমিয়ে প্রেম করছেন। এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বহুদিন ধরেই।

Publish Later: 
No
Publish At: 
Sunday, April 12, 2020 - 20:56
Mobile Title: 
সুশান্তের সঙ্গে প্রেমের কথা অস্বীকার করলেন রিয়া
Facebook Instant Gallery Article: 
No
Edited By: 
Ranita Goswami