মাদক কিনতেন স্যমুয়েল, পাচারকারীদের সঙ্গে সুশান্তের ম্যানেজারের পরিচয় করান রিয়ার ভাই!

Sep 02, 2020, 13:02 PM IST
1/5

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়া এবং সৌভিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের পরপরই মঙ্গলবার থেকে গ্রেফতারি শুরু করে এনসিবি। শেষ খবর পাওয়া পর্যন্ত, মাদকের কারবারের সঙ্গে যুক্ত এবং পাচারের অভিযোগে মুম্বই এবং গোয়া থেকে পরপর ৩ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের ফলে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে। মাদক পাচারকারী জায়েদের সঙ্গে সৌভিকের যোগাযোগ ছিল বলে আগেই উঠে এসেছে দাবি। এবার ধৃত বসিত দাবি করেন, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে পরিচয় রয়েছে তাঁর।

2/5

এই বসিতই সুশান্ত সিং রাজপুতের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে জায়েদের পরিচয় করিয়ে দেন বলে খবর। অন্যদিকে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী স্যামুয়েল মিরান্ডার সঙ্গে বসিতের পরিচয় করিয়ে দেন বলে দাবি।

3/5

জানা যাচ্ছে, জায়েদের কাছ থেকে ১০ হাজারের বিনিময়ে স্যামুয়েল মিরান্ডা মাদক কিনে নিয়ে যান। শুধু তাই নয়, স্যমুয়েল কখনও নিজে আবার কখনও নিজের বিশ্বসভাজনদের জায়েদের কাছে পাঠাতেন মাদক নিয়ে আসার জন্য। উঠে আসছে এমন তথ্যও।  জায়েদ এবং বসিতের পাশাপাশি ফৈয়াজ নামে আরও একজনকে গোয়া থেকে গ্রেফতার করা হয়  

4/5

পরপর গ্রেফতারির পর এবার সৌভিক চক্রবর্তীর সঙ্গে স্যামুয়েল মিরান্ডার মাদক যোগ এবং লেনদেনের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসতে শুরু করেছে। ফলে এবার সৌভিক এবং স্যামুয়েলের সঙ্গে রিয়া চক্রবর্তীর মাদক যোগ নিয়ে খোঁজ শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রসঙ্গত, রিয়ার সঙ্গে মাদক চ্যাটের অভিযোগ প্রকাশ্যে আসতেই জাতীয় স্তরের বিলিয়ার্ড এবং স্নুকার খেলোয়াড় ঋষভ ঠক্করকেও ইডির তরফে জিজ্ঞাসাবাদ করা হয়

5/5

এসবের পাশাপাশি সুশান্ত সিং রাজপুতকে কি রিয়াই মাদকের নেশায় অভ্যস্ত করিয়েছিলেন! এমন প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গে খোঁজ শুরু করেছে সিবিআই এবং এনসিবি। সুশান্তের পরিবারের অভিযোগের জেরে ইতিমধ্যেই রিয়ার বিরুদ্ধে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে খবর