Home Image: 
Rohit Sharma | Axar Patel | IND vs BAN: রোহিতকে দিতে হবে বড়সড় জরিমানা! অক্ষরের হ্যাটট্রিক ক্যাচ মিস করার 'শাস্তি'...
Domain: 
Bengali
Section: 
Home Title: 

রোহিতকে দিতে হবে বড়সড় জরিমানা! অক্ষরের হ্যাটট্রিক ক্যাচ মিস করার 'শাস্তি'...

English Title: 
Rohit Sharma has to face a heavy fine The punishment for axar patel hat trick catch miss
Slide Photos: 

ক্যাচ মিস করার পর মাঠেই অক্ষরের (Axar Patel) কাছে ক্ষমা চেয়ে নেন রোহিত শর্মা (Rohit Sharma)। ম্যাচ শেষে রোহিত বলেন, 'আমার অবশ্যয় ওই ক্যাচটা ধরা উচিত ছিল। আমি অক্ষরকে ডিনারে নিয়ে যাব।'    

নতুন ব্যাটার জাকের আলি (Jaker Ali) ব্যাট করতে নামলেন। প্রথম স্লিপে রোহিত এবং দ্বিতীয় স্লিপে আরও একজন। পুরো রেডি তৃতীয় উইকেটের জন্য। জাকেরও ক্যাচ তুলে দিলেন কিন্তু মিস করেন রোহিত। 

নবম ওভারে অক্ষরকে বল তুলে দিয়েছিলেন রোহিত। প্রথম শিকার হলেন তানজিদ হাসান (Tanzid Hasan)। তারপর মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। পরপর দুই উইকেটে টকবক করছিল ভারতীয় বোলিং লাইনআপ।  

তারপর আর কী। একদিকে স্পেস তো অন্যদিকে স্পিন 'দুই ধারি তলোয়ার' মতন ব্যাটিং লাইনআপ কাটতে কাটতে যায় ভারতীয় বোলিং। 

৯ ওভারের মধ্যেই ৩৫ রানে ৫ উইকেট চলে যায় বাংলাদেশিদের। শুরু থেকেই পা টলমল করছিল বাংলাদেশি ওপেনারদের। 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু হল ভারতের অভিযান। পড়শি রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল (IND vs BAN, ICC Champions Trophy 2025)।

Publish Later: 
No
Publish At: 
Friday, February 21, 2025 - 12:12
Mobile Title: 
রোহিতকে দিতে হবে বড়সড় জরিমানা! অক্ষরের হ্যাটট্রিক ক্যাচ মিস করার 'শাস্তি'...
Facebook Instant Gallery Article: 
No