Home Image: 
আম্বানির বাড়ির গণেশ পুজোয় হাজির অমিতাভ, শাহরুখ, সলমন, আমিররা
Domain: 
Bengali
Home Title: 

আম্বানির বাড়ির গণেশ পুজোয় হাজির অমিতাভ, শাহরুখ, সলমন, আমিররা

English Title: 
Salman, Shah Rukh, Aamir and Other Stars Celebrate Ganesh Chaturthi at Ambani’s Residence, See Pics
Slide Photos: 

হাবি অঙ্গদ বেদীর সঙ্গে আম্বানিদের পার্টিতে হাজির হয়েছিলেন নেহা ধুপিয়া।

অর্পিতার বাড়ির পুজোয় হাজির ছিলেন সলমনের বাবা সেলিম খান, হেলেন ও সোহেল খান। 

সলমনের বোন অর্পিতার বাড়ির পুজোয় এসেছিলেন সলমনের প্রাক্তন বান্ধবী লুলিয়া ভান্টুর, হুমা কুরেশি, সোফিয়া চৌধুরি। 

অর্পিতার বাড়ির পুজোয় স্বামীর সঙ্গে হাজির হয়েছিলেন দিয়া মির্জা, অন্যদিকে চিত্রনাট্যকার মুস্তাক শেখকে নিয়ে হাজির হতে দেখা গেল একতা কাপুরকে। 

অর্পিতা খান শর্মার বাড়ির বান্ধবী জর্জিয়া আন্ড্রিয়ানিকে নিয়ে হাজির হয়েছিলেন আরবাজ খান। 

অর্পিতা খান শর্মার বাড়ির গণেশ পুজোয় সেজে গুজে হাজির হয়েছিলেন খান বাড়ির প্রাক্তন বৌ মালাইকা অরোরা। 

একদিকে যখন আম্বানিদের গণেশ পুজো চলছে, অন্যদিকে সলমনের বোন অর্পিতা খান শর্মার বাড়িতেও ঘটা করে পালিত হল গণেশ উৎসব।

আম্বানিদের পার্টিতে দেখা গেল একগুচ্ছ বলি ডিভাকে। দেখা গেল দুই 'দঙ্গল' কন্যা সানায়া মালহোত্রা ও ফতিমা সানা শেখ এবং কিয়ারা আদবানি, ইয়ামি গৌতম ইলিয়া ডি'ক্রুজকে।

আম্বানিদের বাড়িতে গর্জিয়াস ট্রাডিশনাল পোশাকে হাজির ছিলেন রেখা, হেমা মালিনী ও করণ জোহর। 

মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে নিয়ে আম্বানিদের পার্টিতে হাজির ছিলেন বিগ-বি অমিতাভ বচ্চন। 

আম্বানিদের পার্টিতে হাজির ছিলেন আমির খান। 

অর্পিতা খান শর্মা পার্টি থেকে থেকে ঘুরে বোন ইসাবেলা কাইফকে নিয়ে হাজির হয়েছিলেন আম্বানিদের গণেশ পুজোয়।

বোন অর্পিতা খান শর্মার বাড়ির গণেশ পুজোর সেলিব্রেশনের মাঝে আম্বানিদের পার্টিতেও হাজির হল ভাইজান সলমন। 

দিদি করিশ্মা কাপুরকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন করিনা কাপুর। হলুদ ও গোলাপি রঙের পোশাকে করিনাকে এদিন বেশ গর্জিয়াস দেখাচ্ছিল। আর করিশ্মাকে দেখা গেল হলুদ রঙের সালোয়ার কামিজে। 

স্ত্রী গৌরী খানকে নিয়ে হাজির ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এদিন শাহরুখের পরনে ছিল সাদা কুর্তা পাজামা, আর গৌরীর পরনে ছিল সাদা সালোয়ার কামিজ।

আম্বানিদের বাড়িক গণেশ পুজোয় হাজির ছিলেন বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেট তারকারাও।  হাজির ছিলেন স্বামী শ্রীরাম মাধব নেনেকে নিয়ে হাজির ছিলেন মাধুরী দীক্ষিত। স্ত্রী অঞ্জলি, ছেলে অর্জুনকে নিয়ে হাজির ছিলেন সচিন তেন্ডুলকর। 

গণেশ পুজো উপলক্ষ্যে বৃহস্পতিবার নীতা আম্বানি নিজে সমস্ত অতিথিদের অভ্যর্থনা জানান।

আম্বানির বাড়ির গণেশ পুজোয় কে না ছিলেন না, ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ থেকে শুরু করে আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব।

গণেশপুজো উপলক্ষে বৃহস্পতিবার সেজে উঠেছিল বিশ্বের সবচেয়ে দামি বাড়ি আন্তিলিয়া।

প্রত্যেকবারের মত এবারও মুকেশ আম্বানির বাড়ি আন্তিলিয়াতে ধুমধাম সহকারে পালিত হল গণেশ চতুর্থী উৎসব।

Publish Later: 
No
Publish At: 
Friday, September 14, 2018 - 12:47
Mobile Title: 
আম্বানির বাড়ির গণেশ পুজোয় হাজির অমিতাভ, শাহরুখ, সলমন, আমিররা