SAvsIND: Sreesanth থেকে Bumrah-র আগুনে বোলিং, South Africa-র মাটিতে Team India-র দাপট
দক্ষিণ আফ্রিকার বাইশ গজে ভারতীয় বোলারদের দাপুটে পারফরম্যান্স।
সব্যসাচী বাগচী: ২৯ বছর আগে সেই ১৯৯২-৯৩ মরশুম থেকে মহম্মদ আজহারউদ্দিনের অধিনায়কত্বে রামধনুর দেশে যাচ্ছে ভারত। তবে গত ২৯ বছরে সেই দেশে টেস্ট সিরিজ জয় এখনও অধরা। মাত্র তিনটি টেস্ট জিতেছে 'মেন ইন ব্লু' ব্রিগেড। কিন্তু টেস্ট সিরিজ জয় অধরা থাকলেও প্রতিটি সফরেই টিম ইন্ডিয়ার পেস বোলারদের বেশ কয়েকটি পারফরম্যান্স মনে রাখার মতো। সেই তালিকায় রয়েছেন জভাগল শ্রীনাথ, অনিল কুম্বলে, হরভজন সিং থেকে শুরু করে শ্রীসন্থ, জাহির খান, জসপ্রীত বুমরা। এর মধ্যে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের বাইশ গজ ভারতের জোরে বোলারদের কাছে বারবার পয়া হিসেবে ধরা দিয়েছে। ২৬ ডিসেম্বর বক্সিং ডে-তে সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ানে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এর আগে ভারতের জোরে বোলারদের ১০টি উল্লেখযোগ্য পারফরম্যান্সের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।