কার্ড ছাড়াই টাকা তোলা যাবে এটিএম থেকে, নয়া ব্যবস্থা SBI-এর
Mar 15, 2019, 14:48 PM IST
1/5
১৫ মার্চ শুক্রবার থেকে দেশ জুড়ে চালু হচ্ছে SBI কার্ডলেস ক্যাশ উইথড্রল। দেশে এই প্রথম কার্যকর হল এই নিয়ম।
2/5
SBI-এর YONO app-এ যোগ হয়েছে একটি নতুন ফিচার। তার মাধ্যমেই সম্পূর্ণ করা যাবে এই ট্রানজ্য়াকশন।
photos
TRENDING NOW
3/5
স্মার্ট ফোনে অ্যাপ ডাউনলোড করতে হবে। এটিএম থেকে টাকা তুলতে একটি ৬ ডিজিটের YONO ক্যাশ পিন নম্বর দেওয়া হবে। SBI এটিএম-এ গিয়ে সেই পিন নম্বর দিতে হবে। এরপর মোবাইলে আসা ওটিপি এটিএম মেশিনে এন্টার করলেই টাকা তোলা যাবে।
4/5
জালিয়াতি রুখতেই এই নয়া পদক্ষেপ নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের মোট ১৬৫০০ টি এটিএম-এ কার্যকর হবে এই পাইলট প্রোজেক্ট।
5/5
কলকাতায় আপাতত পার্কস্ট্রিটের SBI এটিএমে মিলবে এই সুবিধা। এরপর ধাপে ধাপে কলকাতার সমস্ত SBI এটিএমগুলি আপডেট করা হবে বলে জানা যাচ্ছে।