MAKAUT: বাড়ছে উষ্ণায়ন, সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার সৌরশক্তির পাঠ.....

Feb 21, 2023, 23:22 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে প্রথম। সরকারি বিশ্ববিদ্যালয় এবার স্টুডেন্টস চ্যাপ্টার শুরু করল সোলার এনার্জি সোসাইটি অফ ইন্ডিয়া। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক।

2/7

বিপদ বাড়ছে উষ্ণায়নে। প্রয়োজন যেমন আছে, তেমনি গোটা পৃথিবীতে চাহিদাও উর্ধ্বমুখী সৌরশক্তির। কীভাবে? এবার তা জানতে পারবেন আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

3/7

 এদিন বিশ্ববিদ্যালয়ের রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই সূচনা হল সোলার এনার্জি সোসাইটি অফ ইন্ডিয়ার স্টুডেন্টস চ্যাপ্টারের।

4/7

বছরভর কর্মযজ্ঞ চলবে আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। দেশ-বিদেশ থেকে আসবেন বিশিষ্ট বক্তারা। পৃথিবীতে সৌরশক্তির চাহিদা কেন চাহিদা বাড়ছে, তা নিয়ে আলোচনা করবেন তাঁরা।

5/7

'সোলার এনার্জি সোসাইটি অব ইন্ডিয়া -র ডিজি এস এম আলি জানিয়েছেন, পূর্ব ভারতের  ম্যাকাউট হবে এই সোসাইটির রিজওনাল সেন্টার।

6/7

১৯৭৮ সালে তৈরী হয় 'সোলার এনার্জি সোসাইটি অব ইন্ডিয়া'। সংস্থার প্রেসিডেন্ট প্রফুল্ল পাঠক জানান, আগামী ৩০ বছরের মধ্যে পড়ুয়াদের সবুজায়ন ও সৌরশক্তির গুরুত্ব বোঝাতে হবে। সেই সোসাইটির মূল লক্ষ্য।

7/7

.

 সোলার এনার্জি সোসাইটি অফ ইন্ডিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য সৈকত মিত্র। তাঁর মতে, ছাত্রছাত্রী তথা গোটা সমাজ উপকৃত হবে।