Shah Rukh থেকে Deepika, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে যে বলি সেলেবদের বিরুদ্ধে
আর কে কে রয়েছেন তালিকায়? দেখে নিন।
1/8
বলিউড ও বিতর্ক
নিজস্ব প্রতিবেদন: সর্বদাই স্পটলাইটে থাকেন বলিউড সেলেবরা। তাঁদের ছোট ছোট কাজও নজরে রাখেন অনুরাগীরা। সংবাদ মাধ্যমেরও নজর থাকে সেলেবদের উপর। গত কয়েক বছরে একটা বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছেন বেশ কয়েকজন বলিউড সেলেব। শাহরুখ খান থেকে দীপিকা পাডুকোন, অমির খান থেকে অনুষ্কা শর্মা, গত কয়েক বছরে বেশ কয়েকজন বলিউড সেলেবের বিরুদ্ধে উঠেছে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ।
2/8
শাহরুখ খান
photos
TRENDING NOW
3/8
দীপিকা পাডুকোন, রণবীর সিং এবং সঞ্জয়লীলা বনশালি
দীপিকা পাডুকোন, রণবীর সিং এবং সঞ্জয়লীলা বনশালি, একসঙ্গে করা প্রায় প্রতিটি ছবি নিয়েই বিতর্কে জড়িয়েছেন বলিউডের এই ট্রায়ো। ‘Goliyon Ki Raasleela: Ram Leela’ ছবিটিতে 'রামলীলা' অনুষ্ঠানকে যথাযথ ভাবে না দেখানোর জন্য বিতর্ক জড়ান তাঁরা। ‘Bajirao Mastani’ ছবিটিতে মারাঠাদের বীরত্ব সঠিক ভাবে তুলে না ধরার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। একই সঙ্গে বাজিরাওয়ের স্ত্রী কাশীবাঈকে অসম্মান করারও অভিযোগ ওঠে। ‘Padmaavat’ ছবির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় 'করণি সেনা'। ছবির সেটে ভাঙচুরের পাশাপাশি, প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।
4/8
আমির খান
আমির খান অভিনীত এবং রাজকুমার হিরানি পরিচালিত ‘PK’ বলিউডের অন্যতম সফল ছবি। সিনেমা প্রেমিদের খুব পছন্দের এই ছবিটির বিরুদ্ধেও উঠেছে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। হিন্দু ধর্মের দেব-দেবীদের অসম্মান করার অভিযোগ ওঠে ছবিটির বিরুদ্ধে। যদিও ছবিটির প্রশংসা করেন রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম মুখ তথা শীর্ষ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী।
5/8
করিনা কাপুর খান
6/8
অক্ষয় কুমার
‘Laxmmi Bomb’ ছবিটি নিয়েও বিতর্কে জড়ান অক্ষয় কুমার এবং ছবিটির নির্মাতারা। হিন্দু দেবী 'লক্ষ্মী ঠাকুর'কে অসম্মান করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। প্রতিবাদের মুখে পড়ে অবশেষে সিনেমার নাম পরিবর্তন করতে বাধ্য হন নির্মাতারা। মুক্তির আগেই নাম নিয়ে বিতর্কে মুখে পড়েছে অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজের 'রাম সেতু' ছবিটিও।
7/8
অনুষ্কা শর্মা
8/8
রবিনা টন্ডন, ফারহা খান এবং ভারতী সিং
photos