Shakira: গুরুতর অসুস্থ শাকিরা! তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে, হঠাত্‍ কী হল?

Shakira Health: আচমকাই অসুস্থ পপ তারকা শাকিরা। তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন গায়িকা। স্থগিত রাখলেন নিজের কনসার্টও।

Feb 17, 2025, 11:31 AM IST
1/6

অসুস্থ শাকিরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুরুতর অসুস্থ পপ তারকা শাকিরা। অসুস্থতার কারণে পেরুর একটি কনসার্ট আপাতত স্থগিত রেখেছেন গায়িকা। জানা গিয়েছে, ১৫ ফেব্রুয়ারির রাতে আচমকাই তীব্র পেটে ব্যথা শুরু হয় শাকিরার।

2/6

অসুস্থ শাকিরা

ব্যথার তীব্রতা বাড়লে তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত সেখানেই ভর্তি আছেন শাকিরা। 

3/6

অসুস্থ শাকিরা

অসুস্থতার খবর গায়িকা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। তিনি লেখেন, 'দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল রাতে পেটের সমস্যা নিয়ে জরুরি বিভাগে যেতে হয়। আমি এখন হাসপাতালে ভর্তি আছি। আজকে মঞ্চে উঠতে না পেরে ভীষণ খারাপ লাগছে।'

4/6

অসুস্থ শাকিরা

স্বাভাবিকভাবেই শাকিরা শারীরিক অসুস্থতার পাশাপাশি কনসার্ট বাতিলের খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর ফ্যানেরা। তাই গায়িকা পেরুর ফ্যানেদের উদ্দেশ্যে লেখেন, 'শো স্থগিত করতে হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত। আমি পেরুর দর্শকদের সামনে পারফর্ম করার জন্য মুখিয়ে ছিলাম।'

5/6

অসুস্থ শাকিরা

তিনি আরও জানান, তার টিম এবং কনসার্টের আয়োজকরা নতুন তারিখ নির্ধারণে কাজ করছেন এবং খুব তাড়াতাড়ি তা ঘোষণা করা হবে।

6/6

অসুস্থ শাকিরা

সবার শেষে শাকিরা লেখেন, 'আপনাদের সবাইকে ভালোবাসি। বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ।' প্রসঙ্গত, সম্প্রতি শাকিরা সেরা ল্যাটিন পপ অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন। তারপরই তিনি ১১ ফেব্রুয়ারি থেকে রিও ডি জেনেইরোতে তাঁর সফর শুরু করেন। দক্ষিণ আমেরিকান সফরের পর্ব ৮ মার্চ পর্যন্ত চলবে এবং তারপর তিনি মেক্সিকোতে যাবেন।