Firing at School Campus: স্কুলে গুলি! এখনই মৃত ১০! মর্মান্তিক এই ঘটনায় মোট কত পড়ুয়ার মৃত্যু? কেন চলল গুলি?
Swedens School Shooting: স্কুল ক্যাম্পাসে চলল গুলি। ১০ জনের মৃত্যু। 'বেদনার দিন' বললেন শোকার্ত প্রধানমন্ত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোলাগুলি যেন লেগেই আছে। তাও আবার স্কুলে। ইদানীংকালে অবশ্য শিক্ষাকেন্দ্রে গুলি চলার বিষয়টায় সাধারণ মানুষ আর অবাক হন না। কেন না, বিশ্ব জুড়ে এমন ঘটনা এখন বারবার ঘটেই থাকে। অথচ, এর চেয়ে চিন্তা-উদ্রেককারী ভয়াবহ মর্মান্তিক আর কী হতে পারে?
1/6
স্কুলে বন্দুকধারী
2/6
ক্যাম্পাসে গুলি
photos
TRENDING NOW
3/6
শিশু পড়ুয়ারা মারা গিয়েছে?
4/6
বয়স্কশিক্ষা কেন্দ্র
5/6
হত্যাচেষ্টা-অস্ত্রসংক্রান্ত অপরাধ
6/6
শোকার্ত প্রধানমন্ত্রী
কোথায় ঘটেছে ঘটনাটি? কলকাতায় নয়, বাংলায় নয়, ভারতেও নয়। সুইডেনে। সুইডেনের মধ্যাঞ্চলের এক শিক্ষাকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে এই কাণ্ড! মঙ্গলবার দুপুরে সুইডেনের রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে ঘটনাটি ঘটে। সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন বলেন, দেশের জন্য আজকের দিনটি খুবই বেদনাদায়ক।
photos