Singer KK Dies: 'রহে ইয়া না রহে কাল, ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল...', চিরঘুমে প্রিয় শিল্পী; আবেগি জেন-ওয়াই রাজনীতিকরা

Jun 01, 2022, 16:21 PM IST
1/6

রাজনীতির জগতে যাঁরা উঠতি তারকা, তাঁরা কী বলছেন?

 Singer KK Dies 1

তনুজিৎ দাস: প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেকে'র (KK) অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অগণিত অনুরাগী। ভাষা-জাতি-রাজ্যের সীমানা ছাড়িয়ে প্রিয় শিল্পীর চলে যাওয়া, মেনে নিতে পারছেন না কেউ'ই। রাজনীতির জগতে যাঁরা উঠতি তারকা, তাঁরা কী বলছেন? কেকে'র (KK) হঠাৎ প্রয়াণ, কতটা আগেবে ভাসিয়েছে তাঁদের? কয়েকজনের সঙ্গে কথা বলল Zee 24 Ghanta।

2/6

দেবাংশু ভট্টাচার্য, যুব তৃণমূল নেতা

 Singer KK Dies 2

"কেকে'র চলে যাওয়াটা খুবই কষ্টকর। আমাদের জেনারেশনের কাছে বাংলায় যেমন রূপম ইসলাম, তেমনই হিন্দিতে কেকে প্রিয়। অন্তত আমার কাছে তো বটেই। ওঁর কিছু গান অমর সৃষ্টি হয়ে রয়েছে। আমার অন্য একটা অনুষ্ঠান থাকায়, অনুষ্ঠানটা দেখে আসতে পারলাম না। এখন আফসোস হচ্ছে। আর একটু থেকে গেলে, হয়ত ওঁর শেষ অনুষ্ঠানটা দেখে আসতে পারতাম। এটাও একটা কষ্টের জায়গা।"

3/6

সৃজন ভট্টাচার্য, রাজ্য সম্পাদক, SFI

 Singer KK Dies 3

"আমি কেকে'কে সমপ্রজন্মের অধিকাংশ শিল্পীর থেকে এগিয়ে রাখব। কারণ, তাঁর গায়কির মধ্যে অনুভূতি ব্যক্ত করার যে সহজাত ক্ষমতা, তা একেবারে ভিতরে গিয়ে ঝাঁকিয়ে দিত। একজন অসাধারণ শিল্পীকে খুব মিস করব। বহুদিন আগে তাঁর একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। তিনি সহজাত ভঙ্গিতে একটা প্রেমের গান গাইলেন, আবার পরেই দর্শককে ভাসিয়ে নিয়ে গেলেন একটা দুঃখের গানে। একজন শিল্পী সেদিন হ্যামলিনের বাঁশিওয়ালার মতো সামনের দর্শকদের সুরে বিমহিত করেছিলেন। আমরা ভেসে গিয়েছিলাম।"

4/6

তরুণজ্যোতি জিওয়ারি, বিজেপি নেতা

 Singer KK Dies 4

"অনেকদিন আগে ইকো পার্কে ওঁর অনুষ্ঠান দেখেছি। কেকে শুধু একজন গায়ক নন। আমাদের কলেজ জীবন, যাঁরা হোস্টেলে থেকেছি, তাঁদের রাতের পর রাত কেটেছে তাঁর গান শুনে। আমাদের বড় হওয়ার প্রতিটা মুহূর্তর সঙ্গে যুক্ত। কলেজের ফেয়ারওয়েল 'পল', 'ইয়ারো' ছাড়া সম্ভব নয়। প্রেম ভেঙে গেলে 'আলবিদা', 'তারাপ তারাপ'। কেকে একজন গায়ক নন, আমাদের জীবনের প্রতিটা মূহুর্তের অঙ্গ। মেনে নিতে পারছি না।"

5/6

প্রিয় শিল্পীর অকাল প্রয়াণ

 Singer KK Dies 5

মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে হঠাৎ শরীর খারাপ। তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় সঙ্গীত শিল্পী কেকে (KK)-কে। প্রিয় শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সব মহল। 

6/6

কেকে-কে শেষ শ্রদ্ধা

 Singer KK Dies 6

বুধবার সকালের উড়ানে মুম্বই থেকে কলকাতায় পৌঁছন কেকে-র পরিজনরা। তারপর সেখান থেকে সোজা চলে যান এসএসকেএম-এ। সেখানেই প্রয়াত গায়কের মরদেহের ময়নাতদন্ত হয়। তারপর সেখান থেকে রবীন্দ্রসদনে নিয়ে আসা হয় প্রয়াত সঙ্গীতশিল্পীর মরদেহ (Singer KK Death)। রবীন্দ্রসদনেই গান স্যালুটে শেষ শ্রদ্ধা প্রয়াত গায়ককে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ বাবুল সুপ্রিয়, মদন মিত্র প্রমুখ। 'ভাই' কেকে-র কফিনে পুষ্পস্তবক রেখে তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রীও।