Price Rise: অবশেষে জানা গেল, কেন অগ্নিমূল্য বাজার, কেন আনাজে হাত ছোঁয়ালেই লাগছে ছ্যাঁকা...
Soaring Price of Vegetables: কান টানলেই মাথা আসে। খুচরো বাজারে সবজির দাম কেন মধ্যবিত্তের নাগালের বাইরে, তা জানতে যেতে হয় মাথায় অর্থাৎ কিনা, শহরের বৃহত্তম পাইকারি সবজি-হাবে। তেমনই এক অভিযানে জানা গেল আচমকা মূল্যবৃদ্ধির প্রকৃত সত্য।
অয়ন ঘোষাল: কান টানলেই মাথা আসে। খুচরো বাজারে সবজির দাম কেন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে, তা জানতে যেতে হয় মাথায় অর্থাৎ শহরের বৃহত্তম পাইকারি সবজি-হাবে। আর কে না জানে তা হল এক ও অদ্বিতীয় কোলে মার্কেট। গতকাল সোমবার কলকাতার উত্তর ও দক্ষিণের ৮টি বাজারে অভিযান চালানোর পরে আজ মঙ্গলবার সকাল ১০টায় শিয়ালদহ কোলে মার্কেটে পৌঁছল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্কফোর্স। তার পরই রহস্যের শেষ!
1/6
৩৮০ না ৩০০?
অয়ন ঘোষাল: কোন রহস্য? এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্কফোর্স অফিসারের উপস্থিতিতেই ঝুলি থেকে বেরোল বিড়াল। অফিসারদের সামনেই এক খুচরো সবজি বিক্রেতা, ঢ্যাঁড়শের দাম ৩৮০ টাকা বলেই সামনে অফিসারদের দেখে চমকে উঠে তড়িঘড়ি দাম বলে বসেন ৩০০ টাকা পাল্লা! কিন্তু ততক্ষণে ধরা পড়ে গিয়েছেন তিনি। আর ধরা পড়েই হঠাৎ পগারপার তিনি।
2/6
ইচ্ছাকৃত দাম বাড়ানো যাবে না
photos
TRENDING NOW
3/6
দোকানে-দোকানে রেট চার্ট?
4/6
সবজির ফলন কম?
5/6
লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে
6/6
ভয় পেয়ে দাম কমাবেন পাইকারেরা?
photos