ওঁদের নিয়ে এমনটা কী কেউ ভেবেছিল কখনও? বোধহয় এই প্রথম। ‘সোনাগাছি’র সেই মেয়েদের এখনও সমাজ বেশ কিছুটা অন্য চোখেই দেখে। কিন্তু ডিজাইনার সুজয় দাশগুপ্তের চোখে ‘সোনাগাছি’র প্রমিলা বাহিনী অনন্য। সুজয়ের সৌজন্যেই সোনাগাছি থেকে র্যাম্পে উঠে এলেন সেই মেয়েরা।
2/10
সম্প্রতি দেরাদুন ফ্যাশন উইক হয়। সেখানে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ডিজাইনার সুজয় দাশুগুপ্ত। নিজের ‘বারবনিতা’ কালেকশন তুলে ধরেন কলকাতার ডিজাইনার সুজয় দাশগুপ্ত।
photos
TRENDING NOW
3/10
তাঁর প্রজেক্টের অন্যতম কেন্দ্রই ছিল রেড লাইট এরিয়ার সেই নারীরাই।
4/10
কেউ সেজেছেন সুতিতে, কেউ খাদি, কেউবা মসলিন ও চান্দেরিতে। মেকআপ, ড্রেসিংয়ে এককথায় তাঁদের লাগছিল অনবদ্য।
5/10
ট্র্যাডিশনাল শাড়ি-ব্লাইজই বেশ অন্যরকমভাবে শোকেস করা হয়েছিল
6/10
কেবল শাড়ি নয়, মডেলরা সেজেছিলেন ধুতি-কুর্তাতেও
7/10
এই প্রজেক্টের আগে সোনাগাছির মেয়েদের জীবনযাত্রা নিয়ে অনেক পড়াশোনা করতে হয়েছে ডিজাইনার সুজয় দাশগুপ্তকে
8/10
দেরাদুন ফ্যাশন উইকে শো-ডিরেক্টর ছিলেন অজেন্দ্র গৌতম, স্টাইলিংয়ে ছিলেন অতুল আনসাল, জাভেদ আনজুম
9/10
ফ্যাশন শো-এর আলোকচিত্রীর ভূমিকায় ছিলেন সোনু ভাট
10/10
যে মেয়েদের বাড়ির উঠোনের মাটিতে মূর্ত হয়ে ওঠে দেবী দুর্গা, সেই বাড়ির মেয়েরা কী আর পিছিয়ে থাকে! প্রমাণ করলেন ওঁরা।