Saurav Das: সেকেন্ডহ্যান্ড গাড়ি কিনে বিপাকে সৌরভ! ডিকি থেকে উদ্ধার বোমা...

Turuper Taas: পর্দায় আসতে চলেছে দেবজিৎ হাজরার পরিচালনায় তুরুপের তাস খুব শীঘ্রই... 

| Nov 07, 2024, 21:09 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:পর্দায় আসতে চলেছে সৌরভ অভিনীত তুরুপের তাস। সেই উপলক্ষে গতকাল আয়োজন করা হয় টিজার ও মিউজিক লঞ্চের অনুষ্ঠান। টিম এর থেকে সবাই এসে উপস্থিত সেখানে। টিজার ও মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন প্রচুর অভিনেতা ও অভিনেত্রী। তুরুপার তাশ পরিচালনা করছেন দেবজিৎ হাজরা। মুখ্য ভূমিকায় রয়েছেন সৌরভ দাস, রজতাভ দত্ত, শ্রেয়া ভট্টাচার্য সহ জুধাজিৎ সরকার, জুলি সরকার, রেমো স্ক্রিন শেয়ার করেছেন। সংগীতায়োজনে আছেন প্রাঞ্জল দাসকণ্ঠ দিয়েছেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী, আলাপ ও কাজল, মাধুরী।  

2/6

গল্পটা সারসংক্ষেপে বলতে গেলে এটি শুরু হয়, কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে। যারা সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ওরা প্লান করে যে লাস্ট এক্সামের দিন ওরা কোথাও একটা ঘুরতে যাবে- সর্ট ট্রিপ। ওদের একটা বন্ধু যার নাম অয়ন( রিক দে ), যার বাবা রিসেন্টলি নতুন একটা চারচাকা গাড়ি কিনেছে। সেইভাবে ওরা প্লান করে অয়ন আর তার র্গালফ্রেন্ড অনন্যা ( শ্রেয়া ভট্ট্যাচার্জ) এবং ওদের আরও দুজন বন্ধু মৈনাক ( রেমো ) ও ত্যানা (দ্বীপানিত্বা নাথ)।    

3/6

মৈনাকের ত্যানাকে খুব প্রছন্দ এবং ত্যানারও মৈনাকে কিন্তু ওরা এখনও একে অপরকে প্রোপজ করেনি। এইভাবে ঘুরতে বেড়াবার দিন এই চারজন অয়ন, অন্যনা, মৈনাক, ত্যানা অয়নের বাবার নতুন গাড়িটা নিয়ে বের হয়, ওরা হাইওয়েতে একটা ক্যাফেতে এসে দাড়ায়। তখন মৈনাক অয়নকে বলে ভাই তোর গাড়ির চাবিটা দে আজ আমি ত্যানাকে প্রোপজ করবো। অয়ন রাজি হয়ে যায়। মৈনাক খুব রোম্যান্টিক ভাবে ত্যানাকে গাড়িতে বসিয়ে একটি ফ্লাইওভারের মাঝামাঝি গিয়ে গাড়ি  থামায়, মৈনাক ত্যানাকে গাড়ি থেকে বাইরে নিয়ে এসে প্রোপজ করে। 

4/6

এই ঘটনা ঘটার কয়েকদিন পর চুরি হওয়া গাড়িটা একটা সেকেন্ডহ্যান্ড গাড়ির শোরুমের সামনে দাড়িয়ে আছে, আর মেহবুব খান (সৌরভ দাস)  নামে এক ব্যক্তি যেকিনা গ্রামের অতি সাধারন এক ব্যবসায়ী, সে ওই গাড়িটা কিনতে এসেছে। শোরুমের লোকেরা ফেক কাগজ বানিয়ে গাড়িটা মেহবুব খানকে বিক্রি করে দেয়।   

5/6

মেহবুব খান গাড়িটা নিয়ে যখন রাস্তায় যায় তখন নাকা চেকিংয়ে গাড়িটা ধরা পড়ে। গাড়িটা সার্চ করে তাতে একটা ডেড বডি আর দুটো ইনাক্টিভ বোমা পাওয়া যায়। মেহবুবকে টেররিস্ট সাস্পেক্ট করে আই পি এস রাজদীপ দত্ত (যুধাজিৎ সরকার) মেহবুবকে অ্যারেস্ট করে। মেহবুব খানের পাঁচ বছরের জেল হয়। জেল থেকে বের হয়ে মেহবুব খান তার লইয়ার  নিলাশা চৌধুরী মিলে একটা গ্যাং বানায়। 

6/6

পরে তদন্ত করে জানতে পারে যে পাঁচ বছর আগে পলিটিসিয়ান ভানু প্রতাপ ( রজতাভ দত্ত)  ভোটে জেতার জন্য একটা পলিটিকাল কন্সপিরাসি করে ১২ কোটি টাকা ঘোটালা করে, আই পি এস রাজদীপ দত্তের সাথে হাত মিলিয়ে। টান টান রোমাঞ্চকর মুহূর্তের সাথে সাথে পাঁচ বছরের পুরানো কন্সপিরেসি আনফল্ড করে তুরুপের তাসকে খুঁজে বের করে মেহবুব খান।