দুর্ঘটনা রুখতে বিশ্ব বাংলা গেটে লাগানো হল বিশেষ সেন্সর, ভার বেশি হলেই বাজবে ঘন্টি
Sep 18, 2018, 20:49 PM IST
1/6
ছবি - কমলিকা সেনগুপ্ত
আরও সুরক্ষিত হল বিশ্ব বাংলা গেট। মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের এই প্রকল্পে লাগল বিশেষ সেন্সর। যার ফলে অতিরিক্ত ভার হলেই বাজতে থাকবে বিপদঘণ্টি। এড়ানো যাবে বিপদ।
2/6
ছবি - কমলিকা সেনগুপ্ত
প্রায় ১ বছর ধরে চলছে বিশ্ব বাংলা গেট তৈরির কাজ। কলকাতা লাগোয়া নিউ টাউনের নারকেল বাগানে ভাসমান এই ক্যাফেটেরিয়া ইতিমধ্যে গোটা দেশের নজর কেড়েছে। গোলাকার এই ক্যাফেটেরিয়াটি ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময় বললেও ভুল হয় না। এলানো চারটি থামের মাঝে ঝুলন্ত অবস্থায় রয়েছে ক্যাফেটেরিয়াটি।
photos
TRENDING NOW
3/6
ছবি - কমলিকা সেনগুপ্ত
মাটি থেকে এই ক্যাফেটেরিয়ার উচ্চতা ১৫০ ফুট। ব্যাস ৬০ মিটার। প্রস্থ ১২ মিটার। ক্যাফেটেরিয়ার ভিতরের দেওয়ালে রয়েছে বাংলার মণীষী ও ঐতিহ্যের নানা ছবি। সেখানেই এবার বসল বিশেষ সেন্সর। হিডকোর তরফে জানানো হয়েছে, ক্যাফেটেরিয়ার ভিতরে ১০০ জনের বেশি মানুষ ঢুকলেই বাজতে থাকবে অ্যালার্ম।
4/6
ছবি - কমলিকা সেনগুপ্ত
শুধু ক্যাফেটেরিয়ার ভিতরে নয়। একই সঙ্গে অ্যালার্ম বাজতে থাকবে হিডকোর দফতরেও। ফলে সঙ্গে সঙ্গে গ্রহণ করা যাবে ব্যবস্থা।
5/6
ছবি - কমলিকা সেনগুপ্ত
এই নিরাপত্তা ফিচারের পরীক্ষা শেষ হলেই উদ্বোধন হবে বিশ্ব বাংলা গেটের।
6/6
ছবি - কমলিকা সেনগুপ্ত
ক্যাফেটেরিয়ায় ওঠার জন্য রয়েছে ২টি সিঁড়ি। ভয় নেই তবে ৮ তলা বাড়ি সমান উঁচু এই ক্যাফেটেরিয়ায় ওঠার জন্য ২টি লিফ্টও বানিয়েছে হিডকো।