ছবি: যীশুপুজোর আগে আলোয় সেজে উঠেছে সেন্ট পল'স ক্যাথিড্রাল চার্চ

Dec 24, 2019, 21:15 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপর শুরু হবে বড়দিনের প্রার্থনা। তার আগে সেজে উঠেছে কলকাতার অন্যতম পুরনো গির্জা- সেন্ট পল'স ক্যাথিড্রাল চার্চ।  

2/5

মঙ্গলবার মুখ্যমন্ত্রী টুইট করেন, ক্রিসমাস সকলের। হিন্দু, মুসলিম, শিখ ভাই-বোনেদের ডানাই ক্রিসমাসের শুভেচ্ছা। আমরা সকলে মিলে উত্সব উদযাপন করি। এটাই বাংলার সৌন্দর্য।        

3/5

প্রতিবছর সেন্ট পল'স ক্যাথিড্রাল চার্চে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও থাকবেন তিনি।

4/5

১৮৩৯ সালে শুরু হয়েছিল সেন্ট পল'স ক্যাথিড্রাল চার্চের নির্মাণ। শেষ হয়েছিল ১৮৪৭ সালে। কলকাতার অন্যতম আকর্ষণীয় স্থাপত্য এটি। 

5/5

ধর্মবর্ণ নির্বিশেষে বড়দিনে প্রচুর মানুষ যান সেন্ট পল'স ক্যাথিড্রালে।