Stress on Sexual Health: 'স্ট্রেস' আর বাধা নয়! উষ্ণ উত্তপ্ত যৌনজীবন মুহুর্মুহু...
Stress' Effects on Sexual Health: স্ট্রেস আমাদের ছিঁড়ে খাচ্ছে-- এরকম ধারণা সাধারণের মধ্যে প্রবল। বিজ্ঞানও মোটামুটি এভাবেই ভেবেছে এতদিন। তবে এবার প্যারাডাইম শিফ্ট!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ট্রেস আমাদের ছিঁড়ে খাচ্ছে-- এরকম এক ধারণা সাধারণের মধ্যে প্রবল পরিমাণে আছে, তা নয়, বিজ্ঞানও মোটামুটি এভাবেই ভেবে এসেছে। স্ট্রেস যে মানুষকে কী ভাবে, কত ভাবে বিপন্ন করে তোলে তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা রকম চর্চা-গবেষণা-সমীক্ষা হয়ে আসছে।
1/6
চমকপ্রদ!
2/6
বন্ধু-স্ট্রেস
photos
TRENDING NOW
3/6
যৌনতায় অনাগ্রহ!
4/6
স্ট্রেস-পরবর্তী
5/6
যোনিতে উজ্জীবিত
6/6
যৌন-স্বাস্থ্য
কেন এটা হয়? বিজ্ঞানীদের ব্যাখ্যা, এটা অনেকটা কিছুটা অতিরিক্ত জ্বালানি ভরে নিয়ে আরও বেশি টগবগ করে ছোটা গাড়ির মতো। স্ট্রেস-পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে স্পার্ম অনেকটা ওই গাড়ির মতো আরও বেশি এনার্জি ও শক্তি নিয়ে প্রস্তুত থাকে। এই সময়-পর্বে যৌনতা অনেক বেশি ফলপ্রসূ হয় এবং এই সূত্রেই সংশ্লিষ্ট ব্যক্তির রিপ্রোডাকটিভ হেলথ অনেক ভালো হয়। (Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)
photos