Train Fire: রেলের পরীক্ষায় অনিয়ম হয়েছে, ভয়ঙ্কর কাণ্ড করে বসল পরীক্ষার্থীরা

Jan 26, 2022, 19:05 PM IST
1/6

রেলের পরীক্ষায় অনিয়মের অভিযোগে ক্ষেভে ফেটে পড়লেন বিহারের পরীক্ষার্থীরা। কোথাও রেল অবরোধ, কোথাও ট্রেনে পাথরবৃষ্টি, কোথাও আগুন ধরিয়ে দেওয়া হল ট্রেনের কামরায়। তাদের দাবি নিয়মিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। কোথাও পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশে দেরী হচ্ছে। কোথাও ফলাফলে গোলমাল রয়েছে।   

2/6

 বিহারের গয়ায় জেলায় একটি প্যাসেঞ্জার ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। পাথর বৃষ্টি করে ট্রেনে। রেলের এক কর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই ভিডিয়ো হাতে এসেছে। এনিয়ে তদন্ত হচ্ছে। অপরাধীরা শাস্তি পাবে।

3/6

উল্লেখ্য, ২০২১ সালে নন-টেকনিক্যাল ক্যাটিগরির নিয়োগের পরীক্ষায় বসেছিলেন বহু পরীক্ষার্থী। গত ১৫ জানুয়ারি সেই পরীক্ষায় ফলাফল বের হয়েছে। সেই ফলাফলেই আপত্তি পরীক্ষার্থীদের।

4/6

গতকাল তারা বিহার শরিফ স্টেশনে বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য পরীক্ষার ফলাফলে অনিয়ম হয়েছে।  

5/6

পাটনায় রাজেন্দ্র নগর রেল টার্মিনালে গতকাল কয়েকশো পরীক্ষার্থী রেল লাইন অবরোধ করে। আটকে পড়ে কলকাতা-নয়া দিল্লি লাইনে আসা সব ট্রেন।

6/6

রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কাণ্ড যারা করেছেন তারা রেলের চাকরির যোগ্য নন। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তিনি কখনই রেলের চাকরি পাবেন না।