Home Image: 
সুশান্তের মৃত্যুতে কেন সিবিআই তদন্তের অনুমতি দিচ্ছে না সরকার! প্রশ্ন নেটিজেনদের একাংশের
Domain: 
Bengali
Home Title: 

সুশান্তের মৃত্যুতে কেন সিবিআই তদন্তের অনুমতি দিচ্ছে না সরকার! প্রশ্ন নেটিজেনদের একাংশের

English Title: 
Sushant Singh Rajput Death: Shekhar Suman Disheartened With No Political Support-utm-source-entrmnt
Slide Photos: 

যতদিন না পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে দেওয়া হচ্ছে, ততদিন তাঁরা দাবি জানাবেন বলে জোর গলায় প্রকাশ করেন শেখর সুমন।  পাশাপাশি তাঁরা বেশি কিছু চাননি।  মৃত্যুর পর সুশান্ত যাতে বিচার পান, সেই ব্যবস্থা করার জন্যই সরকারের কাছে আবেদন জানিয়েছেন বলেও মন্তব্য করেন এই অভিনেতা 

সুশান্তের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে তদন্তের জন্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক বলে দাবি জানিয়েছিলেন তাঁরা।  কিন্তু কেনও রাজনৈতিক দলের সমর্থন তাঁরা এখনও পাননি, তেমনি সুশান্তের পরিবারের সমর্থনও পাননি তাঁরা।  প্রসঙ্গত, সামনেই বিহারে নির্বাচন।  রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই সুশান্তের মৃত্যুকে শেখর সুমন কাজে লাগাচ্ছেন বলে সুশান্তের পরিবারের তরফে ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করা হয়েছে।  যদিও তাঁর উত্তর দিয়েছেন শেখর সুমন। 

তবে শেখর সুমন যা-ই করুন না কেন, সুশান্তের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক বলে কোনও দাবি করেনি এসএসআর-এর পরিবার।  এমনকী, কোনও রাজনৈতিক দলও তোলেনি এই দাবি।  যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শেখর সুমন 

জাস্টিজ ফর সুশান্ত ফোরাম নাম দিয়ে একটি গ্রুপ গঠন করেন শেখর সুমন। যে গ্রুপ থেকে সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি সহ দোষীদের শাস্তির দাবি তোলা হচ্ছে জোর কদমে। এমনকী, জাস্টিজ ফর সুশান্ত ফোরাম গঠন করে পাটনায় এসএসআর-এর বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান শেখের সুমন।  বিহারের বেশ কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গেও দেখা করেন এই অভিনেতা

সুশান্তের মৃত্যুর পর সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন কঙ্গনা রানাউত, শেখর সুমন, পায়েল রোহতগি, রূপা গঙ্গোপাধ্যায়রা। সুশান্তের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক এই দাবির পাশাপাশি সুশান্তের জন্য একটি গ্রুপ গঠন করেন শেখর সুমন 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কেটে গিয়েছে ৩ সপ্তাহ। ৩ সপ্তাহ কেটে গেলেও সিবিআই তদন্ত নিয়ে মন্তব্য করা হয়নি সরকারের তরফে। দেওয়া হয়নি কোনও ইঙ্গিত। তা নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করেলেন শেখরসুমন।

Publish Later: 
No
Publish At: 
Tuesday, July 7, 2020 - 19:31
Mobile Title: 
সুশান্তের মৃত্যুতে কেন সিবিআই তদন্তের অনুমতি দিচ্ছে না সরকার! প্রশ্ন নেট জনতার
Facebook Instant Gallery Article: 
No
Edited By: 
Jayeeta Basu