1/10
2/10
রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটই প্রমাণ করে দিচ্ছে মাদক চক্রে রিয়ার যোগ রয়েছে। এই চ্যাট থেকে বোঝা যাচ্ছে, রিয়া, শৌভিক এবং তাঁদের বন্ধু বান্ধবদের বিশাল একটা গ্যাঙ, চরস, গাঁজা সহ বিভিন্ন নিষিদ্ধ ড্রাগ ব্যবহার করতেন। এই চ্যাটে আনন্দি এবং সিদ্ধার্থ পিঠানির মধ্যে মাদক নিয়ে কথাবার্তা হতে দেখা গিয়েছে। এই গ্রুপে এই দুজনের নাম আনন্দি এসএসআর ও সিদ্ধার্থ এসএসআর বলে সেভ করেছেন রিয়া।
photos
TRENDING NOW
3/10
4/10
5/10
6/10
রিয়া চক্রবর্তী ও SSR-এর বাড়ির কর্মীদের নিয়ে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম 'NIFW'। এই গ্রুপের সদস্য রয়েছেন আনন্দি SSR, সিদ্ধার্থ পিঠানি SSR, স্যামুয়েল মিরান্ডা SSR, রিয়া চক্রবর্তী, শৌমিক চক্রবর্তী সহ আরও কয়েকজন। ৩০ জুলাই-এর এই স্কিনশটে রিয়া কাউকে ''ডুবি প্রয়োজনীয়'' বলে অর্ডার করেছেন। জবাবে গ্রুপের কোনও সদস্য লিখেছেন পাওয়া গেছে। আয়ুশ লিখেছেন রোলিং। সিদ্ধার্থ পিঠানি লিখেছেন মিরান্ডা এখানে। ফোনের মালিক লিখেছেন ওয়াটার স্টোনের বুকিং বাতিল হয়ে গিয়েছে।
7/10
8/10
9/10
What was going on...#ArrestCulpritsOfSSR pic.twitter.com/SPcwyA720r
— shweta singh kirti (@shwetasinghkirt) August 28, 2020
What are we to conclude?? #ArrestCulpritsOfSSR pic.twitter.com/YZcg9u3yKI
— shweta singh kirti (@shwetasinghkirt) August 28, 2020
10/10
Shocked !!! https://t.co/p34yHPr3eC
— Ankita lokhande (@anky1912) August 28, 2020
photos