1/8
2/8
photos
TRENDING NOW
3/8
১ জুন দিনটি আসলে সত্যেন্দ্রনাথের জন্মদিন। তাতেই-বা কী এল-গেল? অতীতে ক'জন কতবার সত্যেন্দ্রনাথকে স্মরণ করেছেন? এবারে আলাদা করে এ রাজ্যে বিজেপির মুখ শুভেন্দুর সহসা সত্যেন্দ্রনাথকে নিয়ে টুইট করার কিছু রাজনৈতিক কারণ আছে বলেই অবশ্য মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ। রাজ্যে এখন সদ্য বিদায়ী মুখ্য সচিবকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের আবহেই ব্রিটিশ আমলের একজন হেভিওয়েট আমলাকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে শুভেন্দু এই ডিসকোর্সে তাঁর বা তাঁর অধুনাতন রাজনৈতিক মতাদর্শের একটা অ্যাকসেস রাখলেন। শুভেন্দুর টুইটটি এরকম: 'My humble tributes to the famous bengali writer , song composer and linguist Shri Satyendranath Tagore on his Birth Anniversary.' 'প্রখ্যাত বাঙালি লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ সত্যেন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি' এই লেখার সঙ্গে সত্যেন্দ্রনাথ ঠাকুরের দু'টি ছবি দিয়ে টুইটটি করেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। কিন্তু মজার বিষয় হল, সত্যেন্দ্রনাথ যে ভারতের প্রথম আইপিএস (বা, বলা ভাল আইসিএস, ইনডিয়ান সিভিল সার্ভিস) তার কোনও উল্লেখ শুভেন্দু টুইটে করেননি।
4/8
কেন উনিশ শতকের ভারতীয় সমাজে সত্যেন্দ্রনাথ ঠাকুরের বিপুল পরিচিতি-প্রতিপত্তি ছিল, সে কথায় পরে আসার কথা বলা হয়েছিল। এখন উত্তরটি মোটামুটি মিলেই গেল যে, তিনি ভারতের প্রথম আইপিএস অফিসার ছিলেন বলেই এটা সম্ভব হয়েছিল। একটা গোটা দেশের কাছে তিনি উদাহরণস্থল হয়ে উঠেছিলেন। ভারতের বা বাংলার শহরে-গ্রামে মেধাবী ছেলেরা কিন্তু তাঁর কথা ভেবেই নিজেদের কেরিয়ার গড়ার কথা ভাবতেন সেসময়ে। সাধারণের কথা কী? স্বয়ং অরবিন্দ ঘোষ বা সুভাষচন্দ্রের ক্ষেত্রেও সে কথা খাটে।
5/8
6/8
7/8
যাই হোক। বিবাহিত জীবনেই আবদ্ধ থাকেন না সত্যেন্দ্র। তিনি ১৮৬২ সালে ইল্যান্ডে যান। সেখানেই সিভিল সার্ভিসের পরীক্ষার প্রস্তুতি নেন। ১৮৬৩ সালে পাশ করেন। ১৮৬৪ সালের মধ্যে তাঁর প্রবেশনারি পিরিয়ডও কেটে যায়। সত্যেন্দ্রনাথকে বম্বে প্রেসিডেন্সিতে পোস্টিং দেওয়া হয়। পরে মহর্ষির ইচ্ছায় কিশোর রবীন্দ্রনাথকে তাঁর মেজদা সত্যেন্দ্রনাথের কাছেই বোম্বাই (মুম্বই) প্রদেশে পাঠানো হয়েছিল।
8/8
photos