পাহাড়-চূড়ায় বিকিনি পরে ছবি! ঠান্ডায় মৃত্যু পর্বতারোহী তরুণীর

| Jan 22, 2019, 15:33 PM IST
1/5

ঠান্ডার মৃত্যু বিকিনি হাইকারের

ঠান্ডার মৃত্যু বিকিনি হাইকারের

পাহাড়ের চূড়ায় উঠতেন তিনি। বিকিনি পরে। ভাবছেন, এও আবার সম্ভব নাকি! তিনি এমন অসাধ্য সাধন করার জন্যই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু এই দুঃসাহসিক পদক্ষেপের মাশুল দিতে হল তাঁকে। নিজের জীবন দিয়ে। 

2/5

ঠান্ডার মৃত্যু বিকিনি হাইকারের

ঠান্ডার মৃত্যু বিকিনি হাইকারের

তাইওয়ানের পর্বতারোহী জিজি ইউ ঠান্ডায় প্রাণ হারালেন। বিকিনি পরে বিভিন্ন পর্বতের চূড়ায় উঠে ছবি পোস্ট করতে জিজি। সেই জন্য তিনি সামাজীক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। 

3/5

ঠান্ডার মৃত্যু বিকিনি হাইকারের

ঠান্ডার মৃত্যু বিকিনি হাইকারের

বিকিনি পরে তাইওয়ানের ইউসান ন্যাশনাল পার্কে উঠতে গিয়েছিলেন জিজি। কিন্তু আচমকা খাদে পড়ে যান। তার পরই এমার্জেন্সি সার্ভিস-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। জিজি একাই ছিলেন। খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারে দেরি হয়। ঠান্ডায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যান ৩৬ বছর বয়সী জিজি।

4/5

ঠান্ডার মৃত্যু বিকিনি হাইকারের

ঠান্ডার মৃত্যু বিকিনি হাইকারের

পরিস্থিতি প্রতিকূল থাকায় চেষ্টা করেও হেলিকপ্টার পাঠাতে পারেনি উদ্ধারকারী দল। জিজি পর্বতারোহনে দক্ষ ছিলেন। তিনি প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম পরে পাহাড়ের চূড়ায় উঠতেন। তার পর চূড়ায় বিকিনি পরা অবস্থায় ছবি তুলে পোস্ট করতেন। 

5/5

ঠান্ডার মৃত্যু বিকিনি হাইকারের

ঠান্ডার মৃত্যু বিকিনি হাইকারের

গত বছর এক সাক্ষাত্কারে জিজি জানিয়েছিলেন, এক বন্ধুর কাছে বাজি হেরে প্রথমবার বিকিনি পরে পাহাড় চূড়ায় ছবি দিয়েছিলেন তিনি। তার পর থেকে এমনভাবে ছবি তোলাটা তাঁর নেশা হয়ে যায়।