বৃহস্পতিবার উদ্বোধন হবে নতুন করে তৈরি হওয়া টালা সেতু। বহুদিন বন্ধ থাকার পরে ফের শুরু হবে যান চলাচল।
photos
TRENDING NOW
3/5
অনুমতি প্রয়োজন ছিল রেলের
টালা ব্রিজের (Tala Bridge) নীচ দিয়ে গিয়েছে রেল লাইন। তার উপরে ব্রিজের অংশের কাজের জন্য রেলের থেকে অনুমতির প্রয়োজন ছিল।
4/5
ব্রিজ তৈরির খরচ কত
এরপর থেকেই জোর কদমে শুরু হয় টালা ব্রিজ (Tala Bridge) তৈরির কাজ। অতিমারির কারণেও ব্রিজ নির্মাণের কাজে কোনও ভাটা পড়েনি। দ্রুতগতিতে কাজ হয়। ব্রিজ তৈরির খরচ আনুমানিক ৪৬৫ কোটি টাকা।
5/5
কেন বন্ধ ছিল ব্রিজ?
২০১৮-য় ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। এরপরই শহরের বিভিন্ন ব্রিজগুলোর স্বাস্থ্য পরীক্ষা করায় সরকার। সেই পরীক্ষায় শরহতলির সঙ্গে কলকাতার অন্যতম যোগসূত্র টালা ব্রিজে সমস্যা দেখা যায়।