বিতর্ক তুড়ি মেরে উড়িয়ে আত্মপ্রকাশ করল বিরাটদের নতুন 'গৈরিক' জার্সি

Jun 28, 2019, 22:45 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: অপেক্ষার অবসান। আত্মপ্রকাশ করল ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটদের নতুন অ্যাওয়ে জার্সি। 

2/5

বার্মিংহামে ৩০ জুন ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। চলতি বিশ্বকাপে ৯২ সালের মতো আকাশি নীল জার্সিতে খেলছেন জোট রুটরা। আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী দুটি দল এক রঙের জার্সিতে খেলতে পারবে না। সে কারণে ইংল্যান্ড ও ভারতের জার্সি এক হওয়ায় একজনকে জার্সি বদল করতে হত।

3/5

বিশ্বকাপে হোম টিম ইংল্যান্ড। সে কারণে ভারতীয় দলকেই জার্সি বদলাতে হবে। ৩০ জুন বিরাটরা নামবেন কমলা জার্সিতে। আগে থেকে জার্সি নিয়ে জল্পনা চললেও কেমন হতে চলেছে জার্সি, তা প্রকাশ্যে আসেনি। 

4/5

শুক্রবার কমলা রঙের জার্সি প্রকাশ করল বিসিসিআই। তাতে দেখা যাচ্ছে, কমলার জার্সির মাঝে গাড় নীল রং। বেশ লাগছে জার্সিটি। 

5/5

কমলা জার্সি নিয়ে ইতিমধ্যেই দানা বেঁধেছে বিতর্ক। ক্রিকেট দলকেও গৈরিকীকরণ করার অভিযোগ করেছেন সপা-কংগ্রেস নেতা। তবে অভিযোগ উড়িয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা জার্সি তৈরি করে। ভারতের জার্সিতে চিরকালই গেরুয়া রং থাকে। দলের পরিচিতির সঙ্গে মিল রেখেই কমলা রং চয়ন করা হয়েছে।