১০০ বছর পরে মহালয়ার দিনেই ঘটতে চলেছে অতি বিরল এই ঘটনা! জেনে নিন তা শুভ, নাকি অশুভ...

First Solar Eclipse in the History of Mahalaya: এবার প্রায় ১০০ বছর পরে মহালয়ার দিন হতে চলেছে সূর্যগ্রহণ। ২০২৩ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ এটি।

| Oct 03, 2023, 18:34 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার প্রায় ১০০ বছর পরে মহালয়ার দিন হতে চলেছে সূর্যগ্রহণ। ২০২৩ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ এটি। যা ১৪ অক্টোবরে ঘটবে। ১৪ অক্টোবর শনিবার রাত ৮ টা বেজে ৩৪ মিনিট থেকে গ্রহণ শুরু, মধ্যরাতে ২ টো বেজে ২৫ মিনিটে শেষ। এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 

1/7

দুটি সূর্যগ্রহণ

এই বছর দুটি সূর্যগ্রহণ। প্রথম সূর্যগ্রহণটি হয়েছিল এপ্রিল মাসে। দ্বিতীয় সূর্যগ্রহণ চলতি অক্টোবরে ঘটতে চলেছে।  

2/7

কন্যা ও চিত্রা নক্ষত্রে

আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে এই দ্বিতীয় যে সূর্যগ্রহণ হবে, তা কন্যা ও চিত্রা নক্ষত্রে হবে। 

3/7

পূর্ণগ্রাস

এই গ্রহণকে বলা হচ্ছে পূর্ণগ্রাস বা কঙ্কণকৃতি সূর্যগ্রহণ। চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব তখন এমন হয় যে, চাঁদ সূর্যের মাঝখানে চলে আসে।

4/7

পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ...

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে যায় তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছয় না। তখন সূর্যের চারপাশে একটি বলয় তৈরি হয়। 

5/7

সংস্কার

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, গ্রহণের সময়ে কোনও শুভ কাজ হয় না। হিন্দু ধর্মে গ্রহণের গুরুত্ব অপরিসীম। এ নিয়ে সংস্কারও প্রবল। 

6/7

প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ

আশঙ্কা, সূর্যগ্রহণের কারণে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বাড়বে। ভূমিকম্প, বন্যা, সুনামি হবে। রাজনীতিতে দুঃখজনক ঘটনা ঘটতে পারে। সারা বিশ্বে সীমান্ত-উত্তেজনা থাকবে। চলবে আন্দোলন, সহিংসতা, পিকেটিং, হরতাল। আবার ভালোও অনেক কিছু হবে-- যেমন রোগবালাই কমবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে। 

7/7

ভারতে দেখা যাবে?

এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। টেক্সাস, মেক্সিকো থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে। আমেরিকা, কলম্বিয়া এবং ব্রাজিলের কিছু অংশ পেরিয়ে আলাস্কা ও আর্জেন্টিনা থেকেও দেখা যাবে।