আবেদন খারিজ, অতিমারী পরিস্থিতিতে ২০% ফি কমাতেই হবে স্কুলগুলিকে

Oct 28, 2020, 15:10 PM IST
1/5

শ্রাবন্তী সাহা: স্কুল ফি নিয়ে বড়সড় স্বস্তি অভিভাবকদের। এর আগে রাজ্যের ১৯ টি স্কুল সুপ্রিমকোর্টে মামলা করে। তাদের যুক্তি ছিল স্কুলের ফি যে ভাবে ২০ শতাংশ কমানোর কথা বলা হয়েছে তা আইনত সম্ভব নয়।   

2/5

হাইকোর্টের কোনও ক্ষমতা নেই স্কুলের ফি কমানোর। সেই যুক্তি খারিজ সুপ্রিমকোর্টের বিচারপতির বেঞ্চের। রাজ্য শুধুমাত্র একটি নির্দেশিকা দিয়েছিল স্কুলের ফি কমানোর।

3/5

এ ছাড়াও আর কোনও নির্দেশ দেয়নি। সে ক্ষেত্রে হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন ছিল। সেইসঙ্গে স্কুলকে ৫% লাভ রাখার কথাও বলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে। তাই মহামারী অবস্থায় স্কুলকে ২০% ফি কমাতেই হবে।   

4/5

তবে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য যে কমিটি নিযুক্ত করার কথা বলেছিল হাইকোর্ট সে বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নয় বলে জানানো হয়েছে।   

5/5

মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়ে স্থীর হবে। এ দিন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল স্কুলের হয়ে সওয়াল করেন।