আর দর্শন মিলবে না কেদারনাথের, বন্ধ হল মন্দিরের দরজা

Nov 16, 2020, 12:36 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: এ মরসুমের মতো আজই  বন্ধ হয়ে যাচ্ছে  কেদারনাথ। তার আগে রবিবার কেদার-দর্শনে পৌঁছলেন যোগী আদিত্যনাথ। 

2/5

জলিগ্রান্ট এয়ারপোর্টে যোগীকে স্বাগত জানাতে হাজির ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তুষার  ঢাকা পথ পেরিয়ে রাতেই মন্দিরে গিয়ে পুজো দেন দুই মুখ্যমন্ত্রী।   

3/5

দু-হাজার তেরোয় ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছিল তুষারতীর্থ কেদারের। সোমবার যোগী ও রাওয়াত সেই সব পুনর্নির্মানের কাজ খতিয়ে দেখবেন।  সোমবারই সেখান থেকে বদ্রিনাথ দর্শনে যাবেন তাঁরা।   

4/5

উত্তরাখণ্ডের সাংস্কৃতিক মন্ত্রী শতপল মহারাজ সোমবার একথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি ১৫ মে খুলছে বদ্রীনাথ মন্দির।     

5/5

দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি কেদারনাথ লিঙ্গ। প্রসঙ্গত, ৬ মাস খোলা থাকে কেদারনাথ মন্দিরের দরজা। চলতি বছর ১৪ মে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল ভক্তদের জন্য।