একটানা বৃষ্টিতে সরে গেল মাটি, নদীর ওপর ভেঙে পড়ল রেললাইন, বাংলায় ভয়ঙ্কর ঘটনা...
Jul 28, 2020, 12:02 PM IST
1/5
উত্তরবঙ্গে পাহাড় থেকে সমতলে রাতভর অবিরাম বৃষ্টি। সেই বৃষ্টির কারণে এখানকার সব নদীর জল হুহু করে বাড়ছে। এই জল বাড়ার কারণে বড়সড় ক্ষতির মুখে ভারতীয় রেল। সেইসঙ্গে বলা যায় লকডাউনে ট্রেন চলাচল বন্ধ থাকায় এড়ানো গেল বিরাট দুর্ঘটনা ।
2/5
মালবাজার মহকুমার বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের লিস নদীর জলে ধসে পড়ল এই নদীর ওপর রেল সেতুর একাংশ । সেতুর নিচের এক সাইডের মাটি এবং গার্ডওয়াল জলের তোড়ে ভেসে গেছে । যার ফলে রেল লাইনের কিছু অংশ ঝুলে রয়েছে।
photos
TRENDING NOW
3/5
এই ট্রেন রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । পশ্চিমবঙ্গ আর অসমের মধ্যে যোগাযোগের অন্যতম এই রেললাইনটি।
4/5
এখান দিয়ে ধাজা-গৌহাটি এক্সপ্রেস, কামাক্ষ্যা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা-সহ একাধিক ট্রেন এই লাইন দিয়ে যায়।
5/5
নিয়মিত ট্রেন চলাচল না করলেও মালগাড়ি সহ কয়েকটি ট্রেন বর্তমানে যাতায়াত করত। পুরোপুরি এই রুটের সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।