1/6
সকলেরই কমবেশি মানিব্যাগ ব্যবহার করার অভ্যাস রয়েছে
নিজস্ব প্রতিবেদন: সকলেরই কমবেশি মানিব্যাগ ব্যবহার করার অভ্যাস রয়েছে কিন্তু Wallet ব্য়বহার করতে গেলে কয়েকটা নিয়ম মাথায় রাখতেই হয়। মানিব্যাগে শুধু টাকা নয়, তাতে থাকে অনেক দরকারি জিনিসপত্র। কেউ মানিব্যাগের ভিতরে ঠাকুরের ছবি রাখতে পছন্দ করে, কেউ আবার প্রিয়জনের ছবি ভিতরে রাখতে ভালবাসেন। বিজনেস কার্ড, ATM স্লিপ, দোকানের বিল থেকে নানা রকমের দরকারি জিনিস থাকে Walletএ।
2/6
কয়েকটি জিনিস মানিব্যাগে একেবারেই রাখা উচিত নয়
photos
TRENDING NOW
3/6
টাকা মানে লক্ষ্মীর দান
4/6
প্রিয়জনের ছবি Wallet রাখার অভ্যাস রয়েছে
5/6
অপ্রয়োজনীয় কাগজ রাখার অভ্যাস রয়েছে
6/6
মানিব্যাগটিও পরিচ্ছন্ন রাখা উচিত
Pandemic পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই মানিব্যাগটিও যতটা পারবেন পরিচ্ছন্ন রাখবেন। পারলে টাকা ও পয়সা আলাদা জায়গায় রাখবেন। এতে হিসেব থাকবে কত টাকা আপনার মানিব্যাগে রয়েছে। ফলে আচমকা বেশি খরচা করতে পারবেন না। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মানিব্যাগে দেবী লক্ষ্মীর (Goddess Lakshmi) ছবি রাখা যেতে পারে। অনেকে আবার শ্রী যন্ত্রের ছবিও রাখেন। তাঁদের বিশ্বাস, এতে সুখ ও সমৃদ্ধি দু’টোই বৃদ্ধি পায়।
photos