Janmashtami 2022 : রুদ্রাক্ষে বিশ্বাস ভালো, তবে পরে থাকলে এই চার সময়ে না-খুললে বিপদ!
শাস্ত্রমতে, এমন কিছু কিছু সময় আছে যখন রুদ্রাক্ষ পরে তা অপবিত্র হয়ে যায়। অপবিত্র রুদ্রাক্ষ ধারণ করে থাকলে উপকারের থেকে ক্ষতি বেশি হয়।
শাস্ত্রমতে, এমন কিছু কিছু সময় আছে যখন রুদ্রাক্ষ পরে তা অপবিত্র হয়ে যায়। অপবিত্র রুদ্রাক্ষ ধারণ করে থাকলে উপকারের থেকে ক্ষতি বেশি হয়।
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'রুদ্র' কথার অর্থ হল শিব এবং 'অক্ষ' কথার অর্থ হল চক্ষুজল। পুরাণে এই রুদ্রাক্ষ সৃষ্টির একটি কাহিনী আছে। কথিত আছে, অসুর ত্রিপুরকে বধ করতে মহেশ্বর শিব দীর্ঘকাল অপলক নেত্রে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ শেষে তাঁর ক্লান্ত চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে মাটিতে পড়ে আর সেই পবিত্র অশ্রুকণা থেকে গঠিত হয় রুদ্রাক্ষ। তাই রুদ্রাক্ষকে হিন্দুমতে ভীষণ শুভ ও পবিত্র মনে করা হয়।
2/6
আসলে রুদ্রাক্ষ হল, 'এলাইওকার্পাস গণিট্রাস' নামক চিরহরিৎ বৃক্ষের বীজ। এই গাছগুলি সাধারণত পাহাড়ের নির্দিষ্ট উচ্চতায়, প্রধানত হিমালয় অঞ্চলে হয়। দীর্ঘকাল ধরে এই রুদ্রাক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষ ছাড়া বৌদ্ধ ভিক্ষুক ও বাউলদেরও ব্যবহার করতে দেখা গেছে। তবে লস এঞ্জেলসের 'সেলফ রিয়েলাইজেশন' পত্রিকায় রুদ্রাক্ষের প্রথম বৈজ্ঞানিক আলোচনা দেখা যায়। তারপর আরও নানা জায়গায় রুদ্রাক্ষের বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়ার পর থেকে এর চাহিদা বৃদ্ধি পেয়েছে। তবে শাস্ত্রমতে, এমন কিছু কিছু সময় আছে যখন রুদ্রাক্ষ পরে তা অপবিত্র হয়ে যায়। অপবিত্র রুদ্রাক্ষ ধারণ করে থাকলে উপকারের থেকে ক্ষতি বেশি হয়।
photos
TRENDING NOW
3/6
সন্তান জন্মের সময়
4/6
শবযাত্রার সময়
5/6
ধূমপান, মদ্যপান ও আমিষ খাওয়ার সময়
6/6
ঘুমানোর সময়
photos