বাঘের আক্রমণে বাঘিনির মৃত্যু। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্কে। বাঘিনিকে মারার পর তার মাংসও খেয়ে নিয়েছে ওই বাঘটি।
2/4
হতবাক বনাধিকারিকরা
এই ঘটনায় হতবাক বনাধিকারিকরাও। কারণ, বাঘ সাধারণত শাবক মেরে খেয়ে নেয়। এমন ঘটনা আগেও ঘটেছে। তবে বাঘিনিকে মেরে মাংস খেয়ে ফেলার ঘটনা এই প্রথম।
photos
TRENDING NOW
3/4
বাঘিনির দেহ
গত শনিবার পেট্রোলিংয়ের সময় বিষয়টি নজরে আসে। দেখা যায়, ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে একটি বাঘিনির দেহ। অবস্থা দেখে তখনই বোঝা যায় যে বাঘের আক্রমণেই মৃত্যু হয়েছে ওই বাঘিনির।
4/4
তাজ্জব বন দফতর
প্রথমে এ নিয়ে ধন্দ তৈরি হয়েছিল। পরে অবশ্য ময়নাতদন্ত রিপোর্টে বিষয়টি স্পষ্ট হয় যে বাঘের আক্রমণেই মৃত্যু হয়েছে ওই বাঘিনির।