EXPLAINED | Tilak Varma: অবিশ্বাস্য! অসম্ভব! তিলক ভার্মা যা করলে তা বিশ্বে কেউ কখনও করেননি...
Tilak Verma Scripts World Record And Becomes First Player On Earth: তিলক ভার্মা যা করলে তা বিশ্বের কোনও ক্রিকেটার আগে করতে পারেননি...
1/6
ভারত অস্ট্রেলিয়া প্রথম টেস্ট
![ভারত অস্ট্রেলিয়া প্রথম টেস্ট India vs Australia 1st Test](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/23/505397-verma-ji.png)
2/6
তিলক ভার্মা টি-২০ বিশ্ব রেকর্ড
![তিলক ভার্মা টি-২০ বিশ্ব রেকর্ড Tilak Varma T20 World Record](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/23/505396-t-verma.png)
তিলক শনিবার অবিশ্বাস্য ইনিংসে অসম্ভব কাজকে সম্ভব করে ফেলেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফির উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ ও মেঘালয়। হায়দরবাদ অধিনায়ক তিলক ৬৭ বলে ১৫১ রানের ইনিংস খেলেছেন ১৪ চার ও ১০ ছয়ের সুবাদে। ২২৫.৩৭-এর স্ট্রাইক রেটে ব্য়াট করেছেন তিনি। তিলক বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে পরপর তিন টি-২০ ইনিংসে সেঞ্চুরি করলেন। যা এর আগে কোনও পুরুষ বা মহিলা কখনও করতে পারেননি।
photos
TRENDING NOW
3/6
সৈয়দ মুস্তাক আলি ট্রফি
![সৈয়দ মুস্তাক আলি ট্রফি Syed Mushtaq Ali Trophy](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/23/505394-ww.png)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক সিরিজে, তিলক ঠিক যেখানে শেষ করে ছিলেন, সৈয়দ মুস্তাক আলিতে ঠিক সেখানে শুরু করলেন। সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি-২০ ম্য়াচে তিলক অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্য়াচে জো'বার্গে তিলকের ব্য়াট থেকে এসেছিল অপরাজিত ১২০ রান।
4/6
প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার যিনি টি-২০ ক্রিকেটে ১৫০ প্লাস করলেন
![প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার যিনি টি-২০ ক্রিকেটে ১৫০ প্লাস করলেন First Indian Male Cricketer To have A 150-Plus Score In T20s](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/23/505390-7.png)
২০১৯ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে মুম্বই মুখোমুখি হয়েছিল সিকিমের। মুম্বইয়ের হয়ে শ্রেয়স আইয়ার করেছিলেন ৫৫ বলে ১৪৭ রানের ইনিংস। এখনও পর্যন্ত শ্রেয়সেরই সৈয়দ মুস্তাক আলিতে ব্য়ক্তিগত সর্বাধির রানের নজির ছিল। শ্রেয়সকে টপকে গেলেন তিলক। পাশাপাশি ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে তিলক টি-২০ ক্রিকেটে ১৫০ রানের ইনিংস খেললেন। তবে ভারতীয় ক্রিকেটার মধ্য়ে টি-২০ ফরম্য়াটে সবচেয়ে বেশি রান রয়েছে কিন্তু এক মহিলারই। এখন মহরাষ্ট্রের হয়ে খেলেন কিরণ নভগির। ২০২২ সালে মহিলাদের সিনিয়র টি-২০ ট্রফিতে নাগাল্য়ান্ডের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১৬২ রান করেছিলেন তিনি।
5/6
হায়দরাবাদ বনাম মেঘালয়
![হায়দরাবাদ বনাম মেঘালয় Hyderabad vs Meghalaya](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/23/505388-h-v-m.png)
6/6
মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ২০২৫-এর ধরে রাখা খেলোয়াড়দের তালিকা
![মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ২০২৫-এর ধরে রাখা খেলোয়াড়দের তালিকা Mumbai Indians IPL 2025 Retained Players List](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/23/505386-555.png)
photos