গত ২৪ ঘণ্টায় চিদাম্বরমকে নিয়ে যে ‘নাটক’ চলল... দেখে নিন এক নজরে

Aug 22, 2019, 20:08 PM IST
1/12

চিদাম্বরমের দুঁদে দুই আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি নানা যুক্তি দিয়ে সিবিআই হেফাজত রোখার চেষ্টা করেন। তবে শেষমেশ ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।

2/12

শুনানির শুরুতেই চিদাম্বরমকে ৫ দিনের হেফাজতে চায় সিবিআই। তাঁকে হেফাজতে নিলে তদন্ত আরও সহজ হবে যুক্তি দেন সিবিআইয়ের আইনজীবী।

3/12

এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় সিবিআই আদালতে।

4/12

সকাল থেকেই জেরা শুরু হয়। প্রায় ঘণ্টা ৩ চিদাম্বরমকে জেরা করেন সিবিআই আধিকারিকরা।

5/12

শেষমেশ পি চিদাম্বরম আত্মসমর্পণ করতে রাজি হন। রাতেই গ্রেফতার করে সিবিআইয়ের দফতরে আনা হয় তাঁকে।

6/12

তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা। কংগ্রেস সমর্থকরা বাধা দেওয়ার চেষ্টা করেন। পাঁচিল পেরিয়ে তদন্তকারীরা ঢুকে পড়েন বাড়িতে।

7/12

সাংবাদিক বৈঠক শেষে জোড়বাগের বাসভবনে রওনা হলে সিবিআইয়ের আধিকারিকরাও হানা দেয়।

8/12

সাংবাদিক বৈঠকে বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি। আইএনএক্স দুর্নীতি মামলায় কোনওভাবে জড়িত নন বলে দাবি করেন পি চিদাম্বরম। 

9/12

এর ফলে চিদাম্বরমকে গ্রেফতার করতে আরও সহজ হয়ে যায় সিবিআইয়ের। এ দিকে পি চিদাম্বরম কংগ্রেসের সদর দফতরে এসে সাংবাদিক বৈঠক করেন।

10/12

কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন তালিকাভুক্ত করতে বিকেল গড়িয়ে যায়। শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় আগামী শুক্রবার শুনানি হবে।

11/12

গতকাল হন্যে হয়ে সুপ্রিম কোট চত্বরে ঘুরে বেড়ান পি চিদাম্বরম। হাইকোর্ট তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে জামিনের আবেদন করেন তিনি।

12/12

রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পর পি চিদাম্বরমের উদ্দেশে লুক আউট নোটিস জারি করে ইডি।