আজ বিজয়া দশমী! সকালে ঘট বিসর্জন, দুপুরে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন

Oct 26, 2020, 08:42 AM IST
1/5

 শ্রাবন্তী সাহা: আজ বিজয়া দশমী, নানান আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

2/5

সকাল থেকেই  শুরু হয়েছে আচার অনুষ্ঠান। প্রথমে ঘট বিসর্জন, দর্পণ বিসর্জন এবং এরপর দুপুরে প্রতিমার বিসর্জন।

3/5

হাইকোর্টের নির্দেশে, সিঁদুর খেলায় এবার রাশ টানা হয়েছে। শুধুমাত্র বাড়ির সদস্য়ারাই সিঁদুর খেলবেন শোভাবাজার রাজবাড়িতে।

4/5

এরপরই বিসর্জনের উদ্দেশে রওনা হবে প্রতিমা।

5/5

সকাল থেকেই ঠাকুর দালানে ব্যস্ত পুরোহিতরা।