আতসবাজির ঝলকে উজ্জ্বল Olympic, ভারতের পতাকা কাঁধে মার্চপাস্ট মনপ্রীত-মেরি কমের

Jul 23, 2021, 19:55 PM IST
1/7

National Stadium in Tokyo: জমল অনুষ্ঠান, বাইরে জমল ভিড়

National Stadium in Tokyo: জমল অনুষ্ঠান, বাইরে জমল ভিড়

টোকিওর আকাশে তখন আতসবাজির মেলা। রোশনাইয়ে ঝলক লাগে চোখে। ঠিক সেই সময়েই আকাশে উড়ল তেরঙ্গা। অলিম্পিকের উদ্বোধনী মঞ্চে ঢুকলেন হরমনপ্রীত-মেরিকমরা। কাঁধে গর্বের জাতীয় পতাকা।

2/7

Olympic without spectators: দর্শকশূন্য অলিম্পিক

Olympic without spectators: দর্শকশূন্য অলিম্পিক

মার্চপাস্টে অংশগ্রহণ করেছেন দেশের হয়ে প্রতিনিধিত্বকারী খেলোড়াররা। সকলের হাতেই দেশের পতাকা।

3/7

Olympic Performence: এক বছরের অপেক্ষা

Olympic Performence: এক বছরের অপেক্ষা

নানা রঙে, উজ্জ্বল আলোক শোভায় অলিম্পিক মঞ্চ তখন বর্ণময় ইতিহাসের রচনায় ব্যস্ত। 

4/7

Tokyo Olympic Stadium: আয়োজক দেশ জাপান

Tokyo Olympic Stadium: আয়োজক দেশ জাপান

উদ্বোধনের মঞ্চে প্রথমে দেখা যায় জাপানের পতাকা। আয়োজক দেশ হিসেবে অনুষ্ঠানের উদ্বোধনী ছিল চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার মতো।  

5/7

Olympics Openings: ভারতের প্যারেড

Olympics Openings: ভারতের প্যারেড

২০২০ সালে এই অলিম্পিক হওয়ার কথা ছিল। যদিও করোনার জন্য এক বছর  পিছিয়ে গিয়ে শুক্রবার হয় এই জনপ্রিয় অনুষ্ঠান।   

6/7

Olympics Openings: ভারতের প্যারেড

Olympics Openings: ভারতের প্যারেড

অলিম্পিক আছে, মঞ্চ আছে, বাজির জৌলুস আছে। নেই কেবল দর্শক। করোনাকালের কথা ভেবেই এই সিদ্ধান্ত।   

7/7

National Stadium in Tokyo: জমল অনুষ্ঠান, বাইরে জমল ভিড়

National Stadium in Tokyo: জমল অনুষ্ঠান, বাইরে জমল ভিড়

অনুষ্ঠান নিজের চোখে দেখার সুযোগ হয়নি কারুর। তবু স্টেডিয়ামের বাইরেই ভিড় জমান উৎসাহী দর্শকরা।